আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার ১৩টি আসনে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। নির্বাচন কমিশনের (ইসি) তপশিল অনুযায়ী মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর পর্যন্ত এসব মনোনয়ন প্রত্যাহারের তথ্য পাওয়া গেছে।
ইসি সূত্র জানায়, মনোনয়ন প্রত্যাহারকারীদের মধ্যে জামায়াতে ইসলামীর একজন প্রার্থী রয়েছেন। এ ছাড়া খেলাফত মজলিসের দুজন, বাংলাদেশ খেলাফত মজলিসের একজন এবং গণসংহতি আন্দোলনের একজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ ছিল।
তপশিল অনুযায়ী আগামী বুধবার (২১ জানুয়ারি) প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচার শুরু হবে।
আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটগ্রহণ সম্পন্ন হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা ৬৪৫টি আপিলের মধ্যে ৪২৫টি মঞ্জুর, ২০৯টি নামঞ্জুর এবং ১১টি প্রত্যাহার করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আপিল নিষ্পত্তির ক্ষেত্রে কোনো পক্ষপাত করা হয়নি এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য সবার সহযোগিতা প্রয়োজন।