গাজীপুর-২ ও গাজীপুর-৩ আসনের জামায়াত প্রার্থী মোহাম্মদ হোসেন আলী ও মো. জাহাঙ্গীর আলম মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। জামায়াত জোটের প্রার্থীদের সমর্থন দিয়ে মঙ্গলবার (২০ জানুয়ারি) তারা মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
এর আগে জামায়াত জোট গাজীপুর-২ আসনটিতে এনসিপির আবু নাছের খান ও গাজীপুর-৩ আসনটি বাংলাদেশ খেলাফত মজলিশের প্রার্থী মোহাম্মদ এহসানুল হককে ছেড়ে দেয়।
জানতে চাইলে মোহাম্মদ হোসেন আলী বলেন, দলীয় সিদ্ধান্তে জোটের শরিক প্রার্থীর জন্যা তারা দুইজন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
ইউটি/টিএ