সিলেট পর্ব শেষে বিপিএল ফিরেছে ঢাকায়। আজ মঙ্গলবার মাঠে গড়িয়েছে শেষ চারের প্রথম ম্যাচ। তবে দিনের প্রথম ম্যাচটা ছিল লো-স্কোরিং। খেলা শেষে রংপুর রাইডার্স অধিনায়কের কাছে জানতে চাওয়া হয়, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিপিএলের খেলায় এমন উইকেট আদর্শ কি না।
উত্তরে লিটন বলেন, ‘জানি না। এটার কোনো উত্তর নেই। এখন থেকে বিশ্বকাপ অনেকদিন বাকি। বিশ্বকাপে আমরা যাব কি না, এটাও নিশ্চিত না। তবে টি-টোয়েন্টির জন্য এটা আদর্শ উইকেট না, এটুক বলতে পারি। বিশ্বকাপের জন্য কিনা, এটা আমি জানি না। কোয়ালিফায়ার ম্যাচ, তাই বেটার উইকেট আশা করেছিলাম।’
কিনি আরও বলেন, ‘উইকেট টাফ দেখেই দুইটা দল স্ট্রাগল করেছে। এমন না যে, ১০ ওভারে জিতেছে, শেষ বলে জিতেছে। তার মানে বোঝাই যাচ্ছে, উইকেটটা কঠিন। নতুন বল অনেক চ্যালেঞ্জিং ছিল। আর্লি উইকেট পড়াতে ব্যাকফুটে চলে গেছি। রানটা ১৩০ গেলে ভিন্ন গল্প হলে হতে পারত।’
পরে আরেক প্রশ্নেও উইকেটের আচরণ নিয়ে লিটন জানান, ‘‘টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য আমি বলব না যে, একদম আদর্শ না। তবে কোয়ালিফায়ার (এলিমিনেটর) ম্যাচ আপনি তো... মানে এমন একটা সিচুয়েশনে গেম খেলতেছেন ডু অর ডাই, সেখানে আপনি সম্পূর্ণ বোলারের দিকে দিয়ে খেললেন, তাহলে তো ক্রিকেটটা হলো না।’
‘‘আমার মনে হয়, দুই দলই আরও ভালো উইকেট আশা করছিল। ম্যাচ আমরা হারতাম সমস্যা নেই। তবে ক্রিকেটটা ক্রিকেটের মতো হলে,মনে হয় আরেকটু ভালো হতো।’’
এসকে/এসএন