নির্বাচন কমিশনের বাছাইপর্ব শেষে এবং পারস্পরিক সন্মানে কিছু আসনে প্রার্থী প্রত্যাহার শেষে ২৫৯ আসনে হাতপাখা প্রতীকে নির্বাচন করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
মঙ্গলবার ( ২০ জানুয়ারি) ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মাওলানা লোকমান হোসাইন জাফরী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়েছে, নির্বাচন কমিশনের বাছাইপর্ব শেষে এবং পারস্পরিক সন্মানে কিছু আসনে প্রার্থী প্রত্যাহার শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৫৯ আসনে হাতপাখা প্রতিকে নির্বাচন করবে।