গণতন্ত্র মঞ্চের শরিক ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু বলেছেন, দীর্ঘ প্রতীক্ষার পর জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার জন্য মানুষ মুখিয়ে আছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে জনগণ যদি ভোট দিতে না পারে, তাহলে এর দায়-দায়িত্ব ইউনূস সরকারকে বহন করতে হবে।
তিনি আরও বলেন, সিন্ডিকেটের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে, সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। এভাবে একটি দেশ চলতে পারে না।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শেখ বাবলু এসব কথা বলেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আইন-শৃঙ্খলার অবনতির বিরুদ্ধে ভাসানী জনশক্তি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর আগে পুরাতন পল্টন চায়ের গলি দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়ে বিজয়নগর, পানির ট্যাঙ্কি, পুরানো পল্টন, তোপখানা রোড হয়ে জাতীয় প্রেস ক্লাবে গিয়ে সমাবেশে মিলিত হয়।
দলের ঢাকা মহানগর দক্ষিণ শাখার আহবায়ক মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে এতে ভাসানী জনশক্তি পার্টির মহাসচিব আবু ইউসুফ সেলিম, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মোহাম্মাদ আলী, বাবুল বিশ্বাস, বিলকিস খন্দকার, মো. আরিফুল ইসলাম, প্রচার সম্পাদক মেহেদী হাসান তপন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, ভাসানী নারীমুক্তি পার্টির সদস্য সচিব শাহানা বেগম, ভাসানী জনশক্তি পার্টি বংশাল থানার সভাপতি ইমরুল হাসান ওয়াসীম প্রমুখ বক্তব্য রাখেন।
কেএন/এসএন