আর্জেন্টিনা জাতীয় দলে ফেরার কথা ভাবেন ডি মারিয়া!

২০২৪ এর কোপা আমেরিকার শিরোপা জিতে আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় জানিয়েছেন অ্যানহেল ডি মারিয়া। জাতীয় দলকে বিদায় বললেও শৈশবের ক্লাব রোসারিও সেন্ট্রালের হয়ে ক্লাব ফুটবলে খেলে যাচ্ছেন এই কিংবদন্তি। সম্প্রতি এক সাক্ষাৎকারে ডি মারিয়া তার ব্যক্তিগত ও পেশাদার ফুটবলারের জীবন নিয়ে কথা বলেছেন। এই আড্ডায় তিনি সরাসরি এবং খোলামেলা ভঙ্গিতে রোসারিওতে তার শৈশব থেকে বর্তমান পর্যন্ত সবকিছু আলোচনা করেছেন, ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো স্মরণ করেছেন এবং স্বীকার করেছেন যে মাঝে মাঝে তিনি আর্জেন্টিনা জাতীয় দলে ফিরে যাওয়ার কথা ভাবেন।

গুইলের্মে লোপেজের শো জুয়েগো চিনোয় ডি মারিয়াকে জিজ্ঞেস করা হয়েছিল, ২০২৫ সালে রোসারিওর জার্সিতে তার উঁচু মানের পারফরম্যান্সের পর তিনি কি জাতীয় দলে ফিরে যেতে চান কিনা? জবাবে দি মারিয়া বলেন, 'মাঝে মাঝে (মনে হয়), হ্যাঁ।'

কিন্তু এই ৩৭ বছর বয়সী ভালোমতোই জানেন ২০২৪ এই তার সময় শেষ হয়ে গেছে। ফেরার সম্ভাবনা নিয়ে তিনি বলেন, 'এটি ১০০% না।'

তিনি ২০০৮ সালের বেইজিং অলিম্পিকের ফাইনাল, ২০২১ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের ফাইনালিসিমা এবং ২০২২ সালের কাতার বিশ্বকাপের ফাইনালে গোল করে স্মরণীয় বিদায় নিয়েছিলেন। ২০২৪ সালে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের শিরোপা জিতেই বিদায়ের ঘোষণা দিয়েছিলেন।

সাক্ষাৎকারে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল তার ব্যক্তিগত উন্নয়নে সাইকোলজিস্টের ভূমিকা।

ডি মারিয়া বলেন, 'সাইকোলজিস্টের জন্য ধন্যবাদ, যিনি আমাকে এমন টিপস দিয়েছেন যা বাইরেররা কেবল দর্শক হিসেবে দেখে। এখন আমি জানি, এটি পুরোপুরি সেই শো-এর অংশ যা আমাকে উপস্থাপন করতে হবে। এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন সমালোচনার মোকাবিলা করার ক্ষমতাকে নতুনভাবে গড়ে তুলেছে।'

তিনি তার প্রাথমিক ক্যারিয়ারের কঠিন সময়ও স্মরণ করেছেন, যখন তিনি প্রায় ফুটবল ছেড়ে দিতে চেয়েছিলেন। তার বাবা সতর্ক করেছিলেন যে, যদি তিনি উন্নীত না হন, তবে স্বপ্ন ছেড়ে দিতে হবে। রোসারিও ক্লাবে অভিষেকের স্মৃতি স্মরণ করে ডি মারিয়া বলেন, 'সব শেষ হয়ে গিয়েছিল, তারপর ডিসেম্বর মাসে আমি প্রথম দলে উন্নীত হলাম। কাজ করতে না করতেই বড় বিপদ এড়িয়ে গেলাম, হা হা!'



আরেকটি আবেগপূর্ণ মুহূর্ত ছিল বেনফিকায় তার যাত্রা, যেখানে তিনি শর্ত দিয়েছিলেন যে পুরো পরিবার তার সঙ্গে যাবে।

ডি মারিয়া বলেন, 'আমি জানতাম না পর্তুগাল কোথায়, বা ওরা পর্তুগিজ ভাষা বলে।' প্রাথমিক শঙ্কা সত্ত্বেও, আজ তিনি লিসবন এবং সেই ক্লাবের প্রতি অনেক স্নেহ অনুভব করেন, যাদের হয়ে ইউরোপে তার ক্যারিয়ার শুরু করেছিলেন এবং যেখানে তিনি শেষ ম্যাচ খেলেছিলেন।

সাক্ষাৎকারে পরিবারের মজার গল্পগুলোও উঠে এসেছে। তিনি উল্লেখ করেছেন কিভাবে তার এক মেয়ে বোর্ড গেমে হারলে কাঁদে এবং কিভাবে ছোটবেলায় তিনি গোলরক্ষক হতে চেয়েছিলেন। তিনি স্বীকার করেন, 'আমি বেশ কয়েকবার মাতলামি করেছি। ছুটি, বিয়ের দিন বা জন্মদিনে। জানি না পুরোপুরি মাতলামি ছিল কি না। কিন্তু নিশ্চিতভাবে। পরের দিন ভাবতাম, "কেন করলাম?"'

তার স্ত্রী জরজেলিনা এক পর্যায়ে সাক্ষাৎকারে যোগ দেন এবং প্রকাশ করেন কিভাবে তাদের সম্পর্ক ২০০৯ সালে শুরু হয়েছিল, যখন তিনি ইউরোপে ছিলেন। তিনি বলেন, 'সে সবসময় নেতৃত্বে ছিল, যদিও দেখা যায় না। যে আদেশ আসে, সেটা তার থেকেই আসে।'

সাক্ষাৎকারে দিয়েগো ম্যারাডোনাকেও স্মরণ করা হয়, যার কোচিংয়ে ২০১০ এর বিশ্বকাপে খেলেছিলেন ডি মারিয়া। জরজেলিনা বলেন, 'যত বেশি ওকে গালি দেয়, তত বেশি সে খেলবে। ম্যারাডোনা ওর বাবা-মাকে বলছিলেন। অ্যানহেল দেখিয়েছে তার ফোনে মারাডোনার একটি ছবি আছে।'

শেষের দিকে ডি মারিয়া আবেগপ্রবণ হয়ে উঠেছিলেন তার মা এবং পরিবারের ত্যাগের কথা স্মরণ করে, কীভাবে তারা তাকে শৈশবের স্মৃতিস্বরূপ একটি ছোট সাইকেল দিয়েছিলেন, 'মানুষ যা হচ্ছে তা দেখে, কিন্তু যা আগে হয়েছে তা দেখে না। আমি জানি, সবকিছু যা আমার আছে, তা এর জন্যই।'

এসকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচন কমিশনের সম্মতিতে ৮ উপজেলার ইউএনও বদল Jan 21, 2026
img
নির্বাচনে বিঘ্ন ঘটাতে দেব না: আলী ইমাম মজুমদার Jan 21, 2026
img
হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৭৭ টন চাল আমদানি Jan 21, 2026
img
যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন অভিনেতা অপূর্ব Jan 21, 2026
img
নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন পেশ Jan 21, 2026
img
সিলেটের পথে তারেক রহমান Jan 21, 2026
img
ট্রাম্পের বোর্ড অব পিস নিয়ে বিতর্কের কারণ কী? Jan 21, 2026
img
অবসরে গেলেন ৬০৮ দিন মহাকাশে কাটানো সুনীতা উইলিয়ামস Jan 21, 2026
img
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ Jan 21, 2026
img
পৃথিবীতে যত ব্যবসা রয়েছে তার মধ্যে শিক্ষা একটা বড় ব্যবসা: রাবি উপাচার্য Jan 21, 2026
img
রাতে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করবেন তারেক রহমান Jan 21, 2026
img
তারেক রহমান নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে: খালিদুজ্জমান Jan 21, 2026
img
নির্বাচন নিয়ে সেনাপ্রধানের নতুন বার্তা Jan 21, 2026
img
ইলিয়াস জাভেদ হচ্ছেন স্টারদের স্টার: ওমর সানী Jan 21, 2026
img
অন্যের সঙ্গে সালমানের ঘনিষ্ঠতায় কীভাবে স্বাভাবিক থাকেন দিশা? Jan 21, 2026
img
বাবা হিরণের দ্বিতীয় বিবাহ নিয়ে মুখ খুললেন মেয়ে নিয়াসা Jan 21, 2026
img
আসন্ন নির্বাচনেই দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে: ডা. তাহের Jan 21, 2026
img
তারেক রহমানের পরিকল্পনা দেশের অর্থনীতি বদলে দেবে: আসলাম চৌধুরী Jan 21, 2026
img
তারেক রহমানের সঙ্গে ৭ দলের বৈঠক Jan 21, 2026
img
রমজানের আগেই এলপিজি সংকট কেটে যাবে: জ্বালানি উপদেষ্টা Jan 21, 2026