ম্যাচটি দেখতে নরওয়ে সফরে যাওয়া ৩৭৪ জন সমর্থকের টিকেটের অর্থ ফেরত দেবে ইংলিশ ক্লাবটি।
চ্যাম্পিয়ন্স লিগে নবাগত বুদে/গ্লিম্টের বিপক্ষে বাজে পারফরম্যান্সে অপ্রত্যাশিত হারের পর সমর্থকদের জন্য একটি উদ্যোগ নিয়েছে ম্যানচেস্টার সিটি। ম্যাচটি দেখতে নরওয়ে সফরে যাওয়া ৩৭৪ জন সমর্থকের টিকেটের অর্থ ফেরত দেবে ইংলিশ ক্লাবটি।
প্রতিপক্ষের মাঠে মঙ্গলবারের ম্যাচটি ৩-১ গোলে হারে পেপ গুয়ার্দিওলার দল। এবারের চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বড় অঘটনগুলোর একটি এটি।
অ্যাওয়ে টিকেটের দাম প্রায় ২৫ পাউন্ড। প্রচণ্ড ঠাণ্ডার মধ্যেও ম্যাচটি দেখতে যাওয়া সমর্থকদের ক্ষতিপূরণ দিতে মোট ৯ হাজার ৩৫৭ পাউন্ড দেবে সিটির খেলোয়াড়রা। দলের পক্ষে বক্তব্য দিতে গিয়ে সিটির চার অধিনায়ক বের্নার্দো সিলভা, রুবেন দিয়াস, রদ্রি ও আর্লিং হলান্ড বলেন, “সমর্থকরা আমাদের কাছে সবকিছু।”
সিটির জন্য এই হার বিব্রতকর বলে উল্লেখ করেন নরওয়ের স্ট্রাইকার হলান্ড।
এসএস/টিএ