বিএনপি ক্ষমতায় আসলে দলটির চেহারা এমন থাকবে না বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল। তিনি বলেন, আমার ধারণা আমরা যে ট্র্যাডিশনাল বিএনপিকে দেখেছি, সেই বিএনপি থাকবে না। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন।
মাসুদ কামাল বলেন, আমি মাঝে মাঝে বলতাম- ২০০৮ সালে যখন তারেক রহমান এই দেশ থেকে চলে গেলেন আর ২০২৫ সালে তিনি ফিরে আসলেন; যাওয়ার সময় যে তারেক রহমান গিয়েছিলেন, ওই তারেক রহমান ফেরেননি।
আমিও এটাও মনে করি ১২ ফেব্রুয়ারি পর্যন্ত যে তারেক রহমানকে দেখবেন, ১২ ফেব্রুয়ারির পর অন্য তারেক রহমানকে পাবেন। এখন তিনি অনেক কিছু করছেন না, অনেক কিছু করতে চাচ্ছেন কিন্তু করছেন না; হয়তো নির্বাচনের কারণে।
তিনি বলেন, যদি নিয়তটা ঠিক থাকে, অনেক কিছু ঠিক হয়ে যায়। অনেকেই চেষ্টা করবে, নানা জন নানাভাবে চেষ্টা করবে প্রভাব বিস্তার করার জন্য।
যারা গুপ্ত আছেন তারা হয়তো তখন বেরিয়ে আসবেন, চেষ্টা করবেন তাকে (তারেক রহমানকে) ডিফেম (মর্যাদা হানি) করার জন্য। কিন্তু লোকটা যদি ঠিক থাকে, তিনি যদি ভাবেন আমার কিছু চাওয়া-পাওয়ার নেই, আমি এগুলো করতে দেব না; যদি তিনি সিদ্ধান্ত নেন, তবে ভালো লোক তার কাছে আসবেন।
এমকে/এসএন