সুইজারল্যান্ডের ডাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) মঞ্চে ইউরোপের বর্তমান পরিস্থিতি নিয়ে কঠোর সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।ইউরোপীয় শীর্ষ নেতা ও প্রভাবশালী ব্যবসায়ীদের উপস্থিতিতেই তিনি অঞ্চলটির ভবিষ্যৎ নিয়ে নিজের উদ্বেগ প্রকাশ করেন।
ট্রাম্প তার বক্তব্যে দাবি করেন, ভুল অভিবাসন ও অর্থনৈতিক নীতির কারণে ইউরোপের অনেক অংশ আজ শ্রীহীন এবং অচেনা হয়ে পড়েছে।
পরিচিতজনদের অভিজ্ঞতার বরাত দিয়ে তিনি জানান, ইউরোপের বর্তমান রূপটি ইতিবাচক নয় বরং অত্যন্ত নেতিবাচক। তিনি স্পষ্টভাবে বলেন, বর্তমানে ইউরোপ সঠিক পথে পরিচালিত হচ্ছে না, যদিও তিনি ব্যক্তিগতভাবে ইউরোপকে ভালোবাসেন এবং এর উন্নয়ন প্রত্যাশা করেন।
ইউরোপের সংকটের বিপরীতে ট্রাম্প যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থাকে 'অর্থনৈতিক অলৌকিকতা' হিসেবে বর্ণনা করেন। অনুষ্ঠানের শুরুতে তিনি ডাভোসে আয়োজকদের প্রশংসা করেন এবং সমবেত বিশ্বনেতাদের জানান যে, তিনি আমেরিকা থেকে অত্যন্ত সুখবর নিয়ে এসেছেন। প্রেসিডেন্ট হিসেবে তার প্রথম বছরের অর্জনগুলো তুলে ধরে তিনি যুক্তরাষ্ট্রের অভাবনীয় সাফল্যের কথা জানান।
অন্যদিকে, এবারের ডাভোস ফোরামকে কেন্দ্র করে গ্রিনল্যান্ড ইস্যুতে নতুন উত্তেজনার সৃষ্টি হয়েছে। তবে ইউরোপীয় নেতৃবৃন্দ এই মঞ্চটিকে একটি কূটনৈতিক সুযোগ হিসেবে দেখছেন। তাদের মূল লক্ষ্য হলো আলোচনার মাধ্যমে গ্রিনল্যান্ড নিয়ে তৈরি হওয়া বিদ্যমান টানাপোড়েন প্রশমিত করা এবং একটি কার্যকর সমাধানে পৌঁছানো।
সূত্র: সিএনবিসি
এসকে/এসএন