নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী, নির্বাহী কমিটির আইনবিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, ধানের শীষ প্রতীক পাওয়া গণতন্ত্র পুনরুদ্ধারের পথে একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক মাইলফলক। গণতান্ত্রিক অনুশীলনের মধ্য দিয়েই আগামীর সুন্দর, নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
বুধবার (২১ জানুয়ারি) নেত্রকোনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
কায়সার কামাল বলেন, ২০০৯ সাল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের দাবিতে ধারাবাহিক আন্দোলন চালিয়ে আসছে। এই দীর্ঘ সংগ্রামে দলের অসংখ্য নেতাকর্মী শহীদ হয়েছেন, হাজার হাজার মানুষ গুম ও পঙ্গুত্বের স্বীকার হয়েছেন এবং লাখ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে কারাবরণে বাধ্য করা হয়েছে। সর্বশেষ জুলাই গণঅভ্যুত্থানে হাজার হাজার মায়ের বুক খালি হওয়ার বিনিময়ে আজ আমরা এই পর্যায়ে এসে পৌঁছেছি।
তিনি বলেন, দলীয় প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের পথে আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রান্ত হয়েছে। বিএনপি বিশ্বাস করে, গণতান্ত্রিক চর্চার মাধ্যমেই একটি কল্যাণমূলক ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব।
ভবিষ্যৎ বাংলাদেশ সম্পর্কে দলের ভাবনা তুলে ধরে তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ঘোষণানুযায়ী এমন একটি বাংলাদেশ গড়ে তোলা হবে, যেখানে প্রত্যেক মা নিশ্চিন্তে তার সন্তানকে বাইরে পাঠাতে পারবেন, প্রত্যেক কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাবেন, নারী ও কন্যাশিশু, পরিবার, সমাজে নিরাপত্তা ও সম্মানের সঙ্গে বসবাস করতে পারবেন এবং শিক্ষার্থীরা শিক্ষা ক্ষেত্রে অগ্রগতির সমান সুযোগ পাবে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে দলের ঘোষিত অঙ্গীকার বাস্তবায়ন করা হবে। এর মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড বিতরণ, শিক্ষা ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচন এবং সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খনন। গণভোট প্রসঙ্গে কায়সার কামাল বলেন, রাষ্ট্রীয়ভাবে গণভোট আয়োজন ও এর প্রচারণা গণতন্ত্রের সৌন্দর্যের একটি অনন্য দৃষ্টান্ত। ‘হ্যাঁ’ অথবা ‘না’র মাধ্যমে জনগণের মতামত যাচাইয়ের এই প্রক্রিয়াকে তিনি কার্যকর ও ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নেত্রকোনা-১ (কলমাকান্দা–দুর্গাপুর) আসনে মোট ছয় প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল, বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত রিকশা প্রতীকের প্রার্থী গোলাম রব্বানী, জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. আনোয়ার হোসেন খান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মনোনীত কাস্তে প্রতীকের প্রার্থী মো. আলকাছ উদ্দিন মীর, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মো. আ. মান্নান (সোহাগ) এবং জাতীয় সমাজতান্ত্রিক দল মনোনীত তারা প্রতীকের প্রার্থী মো. বেলাল হোসেন।
ইউটি/টিএ