সিলেটের তরুণ প্রজন্মের সঙ্গে মতবিনিময় করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে সিলেটের একটি পাঁচ তারকা হোটেলের কনফারেন্স রুমে এই মতবিনিময় চলছে। মতবিনিময় পর্ব শেষে তারেক রহমান আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিতব্য দলের প্রথম নির্বচনী জনসভায় যোগ দেবেন।
‘দ্যা প্ল্যান, ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক অনুষ্ঠানে তরুণদের কথা শুনবেন তিনি। একই সঙ্গে দেশের ভবিষ্যৎ গঠন, রাজনীতি ও নীতিনির্ধারণে তরুণদের ভূমিকা নিয়ে দিকনির্দেশনা দেবেন তারেক রহমান।
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী জানান, এই মতবিনিময়ে তরুণদের ভাবনা ও প্রত্যাশা শোনা হবে। দেশ গড়ার বিভিন্ন বিষয়ে তাদের সঙ্গে খোলামেলা আলোচনা করবেন তারেক রহমান এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন।
আয়োজনে অংশ নেয়া তরুণরা সবাই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত সাধারণ শিক্ষার্থী বলে জানা গেছে।
এসএন