বাংলাদেশ ব্যাংকের গভর্নর

ব্যাংকে রাজনৈতিক হস্তক্ষেপ নিয়ে সতর্ক থাকার তাগিদ

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর সতর্ক করেছেন, বাংলাদেশ ব্যাংক (সংশোধন) অধ্যাদেশ জারি না হলে ভবিষ্যতে আবারও ব্যাংক খাতে রাজনৈতিক হস্তক্ষেপ ফিরে আসতে পারে।

তিনি বলেছেন, ‘কোনোভাবেই যেন ব্যক্তিকেন্দ্রিক সিদ্ধান্ত ব্যাংকিং খাতে প্রভাব না ফেলে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। সঠিক গভর্ন্যান্সের অভাবেই এ খাত ধ্বংসের মুখে পড়েছে। ব্যাংকিং খাতে সংস্কারের বহু দিক রয়েছে এবং সব ক্ষেত্রেই সংস্কার জরুরি।
গতকাল বুধবার (২১ জানুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘ব্যাংকিং খাত: বর্তমান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ সম্ভাবনা’ শীর্ষক লোকবক্তৃতায় প্রধান অতিথির বক্তব্যে গভর্নর এসব কথা বলেন। বাংলাদেশ অর্থনীতি সমিতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগ যৌথভাবে এর আয়োজন করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম। উপস্থিত ছিলেন বাংলাদেশ অর্থনীতি সমিতির আহ্বায়ক অধ্যাপক ড. মাহাবুব উল্লাহ, সদস্য সচিব অধ্যাপক ড. হেলাল উদ্দিন ও বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

১৯৭২ সালের বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন করে কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন, শাসন ব্যবস্থা ও কার্যকর স্বাধীনতা বাড়ানোর জন্য একটি অধ্যাদেশের খসড়া অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের আমলে যা জারি হওয়ার কথা।

গভর্নর বলেন, দুর্বৃত্তায়ন, অনিয়ম, পরিবারতন্ত্র ও সুশাসনের অভাবে দেশের ব্যাংকিং খাত কার্যত ধ্বংস হয়ে গেছে। এসব কারণে ব্যাংকিং খাত থেকে প্রায় তিন লাখ কোটি টাকা বেরিয়ে গেছে, যার একটি বড় অংশ সম্ভবত বিদেশে পাচার হয়েছে।

পাশাপাশি পরিবারতন্ত্রের মাধ্যমে ২০ থেকে ২৫ বিলিয়ন ডলার পাচার হয়েছে।

গভর্নর বলেন, দেশে বর্তমানে ৬১টি ব্যাংক রয়েছে, যা প্রয়োজনের তুলনায় অনেক বেশি। বাস্তবতা বিবেচনায় বাংলাদেশে ১০ থেকে ১৫টি ব্যাংকই যথেষ্ট। ব্যাংকের সংখ্যা কমানো গেলে সুশাসন নিশ্চিত করা সহজ হবে। সরকারের পরিকল্পনা হচ্ছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সংখ্যা কমিয়ে দুটি রেখে বাকিগুলো একীভূত (মার্জ) করা।

খেলাপি ঋণ প্রসঙ্গে গভর্নর বলেন, আগামী মার্চ মাসের মধ্যে খেলাপি ঋণের হার ২৫ শতাংশে নেমে আসবে বলে তিনি আশাবাদী।

তিনি জানান, বাংলাদেশ ব্যাংক ব্যাংক রেজল্যুশন ফান্ড গঠনের কাজ করছে। এ তহবিলে ৩০ থেকে ৪০ হাজার কোটি টাকা সংগ্রহ করা হবে। শুধু ব্যাংক নয়, নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোকেও এই রেজল্যুশন কাঠামোর আওতায় আনা হবে।

তিনি বলেন, আর্থিক খাতকে শুধু ব্যাংকিং খাতের মধ্যে সীমাবদ্ধ রাখা একটি ভুল ধারণা, যা দেশের আর্থিক ব্যবস্থার কাঙ্ক্ষিত বিকাশ বাধাগ্রস্ত করেছে। বৈশ্বিক দৃষ্টিকোণে আর্থিক খাতের গুরুত্বপূর্ণ স্তম্ভগুলোর মধ্যে রয়েছে বন্ড বাজার, এরপর স্টক মার্কেট, তারপর ব্যাংকিং খাত এবং সর্বশেষ ইনস্যুরেন্স সেক্টর। কিন্তু বাংলাদেশে বন্ড মার্কেট সবচেয়ে বেশি অবহেলিত।

গভর্নর বলেন, আর্থিক দুর্বলতা এবং ব্যবস্থাপনার অভাব জাতীয় অর্থনীতির প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব ফেলছে। ব্যাংকিং খাতের বর্তমান সংকট কাটিয়ে উঠতে দীর্ঘমেয়াদি কাঠামোগত সংস্কার প্রয়োজন। টেকসই উন্নতির জন্য আর্থিক খাতের পুরো কাঠামো পুনর্গঠন অপরিহার্য। এ ছাড়া ব্যাংকিং ব্যবস্থায় দীর্ঘমেয়াদি ঋণ কার্যকরভাবে বাস্তবায়নের অভাবকেও তিনি সমস্যা হিসেবে চিহ্নিত করেন।

তিনি বলেন, রাজনৈতিক প্রভাব এবং অনুকূল সরকারি নির্দেশনায় ব্যাংকিং ব্যবস্থাপনা দুর্বল হয়েছে। ব্যক্তি নয় বরং প্রাতিষ্ঠানিক মালিকানার অধীনে ব্যাংক পরিচালনার আন্তর্জাতিকভাবে স্বীকৃত মডেল অনুসরণ করা উচিত। ক্যাশলেস ব্যবস্থা চালু করা গেলে বছরে দেড় থেকে দুই লাখ কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আদায় সম্ভব।

উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, একটি প্রায় ধ্বংসপ্রাপ্ত খাতকে এগিয়ে নিতে বর্তমান গভর্নরের ভূমিকা গুরুত্বপূর্ণ। ব্যাংকিং খাত কতটা নাজুক অবস্থায় রয়েছে, তা এখন স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। বিভিন্ন উদ্যোগের মাধ্যমে এই খাত পুনরুদ্ধারের চেষ্টা চলছে এবং ইতিবাচক উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শরিফ মোশারফ হোসেন বলেন, দেশের ব্যাংকিং খাতের বর্তমান পরিস্থিতি সবারই জানা। ঋণ-খেলাপির হার বেড়ে যাওয়ায় ব্যাংকের ঋণ বিতরণ কমে গেছে, ফলে বিনিয়োগও বাধাগ্রস্ত হচ্ছে। ভবিষ্যতে ব্যাংকিং খাতকে আরও কঠোর মনিটরিংয়ের আওতায় আনা প্রয়োজন।

এমকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
রাঙ্গামাটিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট Jan 22, 2026
img
এবার রোজিনাকে দেখা গেল বিএনপির নির্বাচনী থিম সং প্রকাশ অনুষ্ঠানে Jan 22, 2026
img
দুপুরে মিরপুরের সমাবেশ দিয়েই নির্বাচনী প্রচারণায় নামছেন জামায়াত আমির Jan 22, 2026
img
এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির মুখ্য সমন্বয়কারীর দায়িত্বে তারিকুল ইসলাম Jan 22, 2026
নির্বাচনী বার্তায় বিএনপি প্রার্থী—সাভার হবে আধুনিক নগরী Jan 22, 2026
পাটওয়ারীকে নিয়ে যা বললেন মির্জা আব্বাসের কর্মী Jan 22, 2026
img
শাকিব খানকে নিয়ে মুখ খুললেন ভারতের নায়িকা Jan 22, 2026
img
আসন্ন সংসদ নির্বাচনে ২৯৮ আসনে লড়বেন ১৯৮১ প্রার্থী Jan 22, 2026
মার্কিন অর্থনীতি নিয়ে কি ভুল বার্তা দিচ্ছেন ট্রাম্প Jan 22, 2026
img
বিনা অনুমতিতে মেয়ের ছবি নেওয়ায় পাপারাজ্জিকে দেখে ক্ষুব্ধ বিপাশা Jan 22, 2026
img
মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্যে তীব্র প্রতিবাদ জানাল চীনা দূতাবাস Jan 22, 2026
img
একটি দলের কার্যকলাপ নিয়ে ‘নাউজুবিল্লাহ’ বললেন তারেক রহমান Jan 22, 2026
img
অভিনয় ছেড়েও কোটি টাকার সম্পদের মালিক নম্রতা Jan 22, 2026
img
কোরিওগ্রাফারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন মডেল নাজমি Jan 22, 2026
img

সিলেটে সমাবেশে তারেক রহমান

আবারও ভোট ডাকাতির ষড়যন্ত্র শুরু হয়েছে Jan 22, 2026
img
১৬ বছর উন্নয়নের নামে জনগণের সম্পদ লুট করে বিদেশে পাচার করা হয়েছে: তারেক রহমান Jan 22, 2026
img
নদী থেকে মুঘল আমলের তরবারি উদ্ধার, প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর Jan 22, 2026
img
বিড়ি নিয়ে ভাইরাল বক্তব্যে ২ কোটি ভোট বেড়েছে জামায়াতের : ড. ফয়জুল হক Jan 22, 2026
img
কাদের-পরশসহ ৭ আসামির বিচার শুরুর আদেশ ট্রাইব্যুনালের Jan 22, 2026
img
চট্টগ্রাম-৯ আসনের ইসলামিক ফ্রন্টের প্রার্থীর ওপর হামলার অভিযোগ Jan 22, 2026