বিপিএলের কোয়ালিফায়ার-২ এর ম্যাচে গতকাল (২১ জানুয়ারি) সিলেট টাইটান্সকে হারিয়ে ফাইনালে উঠেছে রাজশাহী ওয়ারিয়র্স। এমন জয়ের পর দলের খেলোয়াড় ও স্টাফদেরকে ২৫ লাখ টাকার বোনাস দিয়েছে ফ্র্যাঞ্চাইজি।
দল ফাইনালে ওঠায় মোটা অঙ্কের বোনাস পাচ্ছে রাজশাহী ওয়ারিয়র্স।
এর আগে গতকাল জয়ের পর টিম হোটেলে উদযাপনের সময়ে মজার ছলে বোনাস হিসেবে আইফোনের দাবি করেছিলেন ক্রিকেটার এবং ম্যানেজমেন্টের স্টাফরা। তবে আইফোন না মিললেও বড় অঙ্কের অর্থ মিলছে রাজশাহী দলের সদস্যদের। আজ (২২ জানুয়ারি) এক বিবৃতিতে বোনাসের খবর জানিয়েছে রাজশাহী।
এদিকে, গতকাল মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিলেট টাইটান্সকে ১২ রানে হারিয়ে ফাইনালে উঠেছে রাজশাহী। টানিটান উত্তেজনার ম্যাচে শুরুতে ব্যাট করে ১৬৫ রান করে রাজশাহী। জবাব দিতে নেমে ১৫৩ রানে থামে সিলেট।
ম্যাচে রাজশাহীর জয়ের নায়ক ছিলেন বিনুরা ফার্নান্দো। বাঁহাতি এই পেসার ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে নেন ৪টি উইকেট। ব্যাট হাতে রাজশাহীর হয়ে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন কেইন উইলিয়ামসন। ৩৮ বলে অপরাজিত ৪৫ রানের ইনিংস খেলেন ওইদিনই সকালে দেশে পা রাখা এই কিউই ব্যাটার। এছাড়া তানজিদ হাসান তামিম ১৫ বলে ৩২ এবং জেমস নিশাম ২৬ বলে ঝোড়ো ৪৪ রান করেন, যা রাজশাহীর স্কোর ১৬৫ পর্যন্ত নিয়ে যেতে বড় ভূমিকা রাখে।
সিলেটের পক্ষে পারভেজ হোসেন ইমন ৪৮ রান এবং স্যাম বিলিংস ৩৭ রান করলেও শেষ পর্যন্ত দলকে জয়ের বন্দরে পৌঁছাতে পারেননি। শুরুতে দ্রুত উইকেট হারানো এবং মাঝের ওভারগুলোতে বিনুরা ফার্নান্দোর আঘাতেই ম্যাচ হাতছাড়া হয়ে যায় সিলেটের।
আরআই/এসএন