আগামীর বাংলাদেশকে অত্যাচার, নির্যাতন, জুলুম, চাঁদাবাজি ও বৈষম্যহীন রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে লড়াইয়ের অংশ হিসেবেই আমরা এই নির্বাচনে অংশ নিচ্ছি বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজা।
তিনি বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে নীরব কষ্ট বয়ে চলেছে। এবার সেই অবস্থা পরিবর্তনের সময় এসেছে। ন্যায়বিচার, সুশাসন এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠাই তাঁদের রাজনৈতিক লড়াইয়ের মূল লক্ষ্য।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে কুষ্টিয়া পৌর গোরস্থানে জুলাই যোদ্ধাদের কবর জিয়ারতের মধ্য দিয়ে জামায়াতে ইসলামীর কুষ্টিয়া-৩ (সদর) আসনের প্রার্থী মুফতি আমির হামজা নির্বাচনী প্রচারণা শুরুর আগে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
কবর জিয়ারত শেষে মুফতি আমির হামজা বলেন, শহীদদের আত্মত্যাগ নতুন বাংলাদেশ গঠনের প্রেরণা। একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে কুষ্টিয়া সদরবাসীর সহযোগিতা ও সমর্থন কামনা করেন তিনি।
তিনি আরও জানান, ভোটের মাধ্যমে জনগণের শক্তিকে কাজে লাগিয়ে একটি মানবিক, শান্তিপূর্ণ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্যে সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করেন তিনি।
এ সময় তিনি শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন এবং দেশ ও জাতির শান্তি, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য দোয়া করেন।
এ সময় জামায়াতে ইসলামীর কুষ্টিয়া জেলা ও সদর উপজেলা শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ জানান, শহীদদের স্মরণ করে নির্বাচনী প্রচারণা শুরুর মাধ্যমে আদর্শ ও নৈতিক রাজনীতির বার্তা দেওয়া হয়েছে।
আরআই/এসএন