জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে দীন ইসলাম বেপারী হত্যা মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল হাসান রিপনকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) তদন্ত কর্মকর্তার আবেদনের পর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম রিমান্ডের আদেশ দেন।
প্রসিকিউশন বিভাগের এসআই মহিন উদ্দিন রিমান্ডের তথ্য জানিয়েছেন।
সোমবার (১৯ জানিুয়ারি) রাত আড়াইটার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় রিপনকে ‘মারধর করে’ স্থানীয় লোকজন। পরে তাকে পুলিশে দেওয়া হয়।
পরদিন মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই রাসেল সরদার তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। তবে একই আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রিমান্ড শুনানির দিন ধার্য করেন।
এদিন শুনানিকালে রিপনকে আদালতে হাজির করা হয়। তারপক্ষে অ্যাডভোকেট ওবায়দুল ইসলামসহ কয়েকজন রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি নিয়ে আদালত তার দুই দিনের রিমান্ডের আদেশ দেয়।
দীন ইসলাম বেপারী হত্যা মামলার অভিযোগে বলা হয়, ‘জুলাই অভ্যুত্থানে সরকার পতনের দিন, অর্থাৎ ২০২৪ সালের ৫ আগস্ট দুপুর দেড়টার দিকে ছাত্রজনতা শাহবাগের উদ্দেশে মিছিল বের করে। মিছিলটি যাত্রাবাড়ী থানার সামনে চৌরাস্তায় পৌঁছালে পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগের নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র দিয়ে অতর্কিত হামলা করেন।
তখন দীন ইসলামের শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগলে তিনি মাটিতে লুটিয়ে পড়ে মারা যান। এ ঘটনায় গত বছরের ২০ ফেব্রুয়ারি যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করা হয়।