গ্রিনল্যান্ড ইস্যুতে ২০২৬ বিশ্বকাপ বয়কটের গুঞ্জন ইউরোপে

মঞ্চ প্রস্তুত, কাউন্টডাউনও শুরু হয়েছে আরও আগে। কিন্তু জুন-জুলাইতে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হতে যাওয়া ফিফা ফুটবল বিশ্বকাপ নিয়ে নতুন করে বিপত্তি বেধেছে। আর এর মূলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে চান। যা নিয়ে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে ইউরোপজুড়ে। এর রেশ ধরে সেখানকার দেশগুলো বিশ্বকাপ বয়কট করতে পারে বলেও গুঞ্জন উঠেছে।

উত্তর আটলান্টিক দেশগুলোর সামরিক জোট ন্যাটো, সেখানে আছে ডেনমার্কও। তাদের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের নিরাপত্তায় বিঘ্ন ঘটলে ন্যাটোর ওপরও প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। ডেনমার্ক আবার যুক্তরাষ্ট্রের মিত্র রাষ্ট্র। কিন্তু গ্রিনল্যান্ড নিয়ে সম্প্রতি দুই দেশের মাঝে দূরত্ব সৃষ্টি হয়েছে। ইউরোপের ওই ভূখণ্ডে ট্রাম্পের নজর পড়ার বিষয়টি ভালোভাবে নিচ্ছেন না অনেকেই। ফ্রান্সের বামপন্থি আইনপ্রণেতা এরিক কোকুয়েরেল বলছেন, এটাই ফ্রান্সের বিশ্বকাপ বয়কটের সুযোগ করে দিয়েছে এবং বিষয়টি বিবেচনায় নেওয়া উচিত।

সামাজিক মাধ্যমে এরিক কোকুয়েরেল লিখেছেন, ‘আমরা কি কল্পনা করতে পারছি যে, এমন একটি দেশে ফুটবল বিশ্বকাপ খেলতে যাব, যারা আমাদের প্রতিবেশিদের ওপর আধিপত্য দেখা চায়। গ্রিনল্যান্ড দখলের হুমকি দিচ্ছে, আন্তর্জাতিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে জাতিসংঘকে অচল করে দিতে চায়। এই প্রশ্নটা গুরুতর হয়ে উঠেছে, বিশেষত এখনও ইভেন্টটি (বিশ্বকাপ) মেক্সিকো ও কানাডায় সরিয়ে নেওয়া যায়।’

তার ওই বক্তব্যের প্রেক্ষিতে দু’বারের বিশ্বকাপজয়ী ফরাসিরা বিশ্বকাপ বয়কট করতে পারে বলে আলোচনা শুরু হয়। তবে এমন সম্ভাবনা নাকচ করে দিয়েছেন ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী মারিনা ফেরারি, ‘আমরা এমন সময়ে কথা বলছি, যখন মন্ত্রণালয় এমন মেজর এবং বহুল প্রত্যাশিত ইভেন্ট বয়কটের ইচ্ছা পোষণ করে না। কী ঘটবে সেই পূর্ভাবাসও দিচ্ছি না আমি।’ একইসঙ্গে খেলাকে রাজনীতি থেকে আলাদা রাখারও পক্ষে ফেরারি, ‘২০২৬ বিশ্বকাপ সকল ক্রীড়াপ্রেমীর জন্য খুবই গুরুত্বপূর্ণ মুহূর্ত।’

ফ্রান্স সর্বশেষ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ২০১৮ সালে, রাশিয়ায়। ২০২২ কাতার বিশ্বকাপেও তারা ফাইনাল খেলে, যেখানে তাদের স্বপ্নভঙ্গ করে আর্জেন্টিনা। আসন্ন আসর দিয়ে ২৮ বছর পর ফুটবল বিশ্বকাপে ফিরছে আরেক ইউরোপীয় দেশ স্কটল্যান্ড। তারাও বিশ্বকাপ বয়কটের কথা ভাবছে না। তারা সর্বশেষ বিশ্বকাপ খেলে ১৯৯৮ সালে। সেই প্রসঙ্গ টেনে কৌতুকের স্বরে স্কটিশ ন্যাশনাল পার্টির ওয়েস্টমিনিস্টার লিডার স্টিফেন ফ্লিন বলছেন, ‘কিন্তু দুর্ভাবনা ছাড়াই আমরা ১৯৯৮ সালের পর থেকে সক্রিয়ভাবে বিশ্বকাপ বয়কট করে আসছি। আমি নিশ্চিত নই যে আবারও আমরা একই রুটে যাব। তার পরিবর্তে ইউরোপীয় মহাদেশের মিত্রদের সঙ্গে গুরুত্বপূর্ণ এবং প্রতিশ্রুতিশীল আলোচনা করার কথা ভাবছি।’

গত মঙ্গলবার ‘হোম-নেশন’ (ইংল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলস) এমপিদের একটি অংশ বিশ্বকাপ বয়কটের দাবি তোলে। ইতোমধ্যে সেখান থেকে ইংল্যান্ড ও স্কটল্যান্ড বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে এবং প্লে-অফে উত্তীর্ণ হওয়ার মধ্য দিয়ে ওয়েলস ও আয়ারল্যান্ডও সেই প্রত্যাশায় আছে।
প্রসঙ্গত, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, গ্রিনল্যান্ড ‘দখলে’ তাকে বাধা দেওয়ায় আগামী ১ ফেব্রুয়ারি থেকে যুক্তরাজ্য, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস এবং ফিনল্যান্ডের পণ্য যুক্তরাষ্ট্রে প্রবেশে ১০ শতাংশ শুল্ক দিতে হবে। যদি জুনের মধ্যে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি না করা হয় তাহলে এই শুল্ক বেড়ে ২৫ শতাংশে দাঁড়াবে বলেও হুমকি দিয়েছেন তিনি।

এবি/টিএ

Share this news on:

সর্বশেষ

img

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন

জামায়াতে ইসলামীর সঙ্গে বন্ধুত্ব করতে চায় যুক্তরাষ্ট্র Jan 22, 2026
img
দলীয় সিদ্ধান্ত অমান্য: বিএনপির ৩ নেতা বহিষ্কার Jan 22, 2026
img
চালুর কয়েক ঘণ্টায় বন্ধ হলো বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র Jan 22, 2026
img
জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন Jan 22, 2026
img
নারী-পুরুষ সবাই মিলে আগামীর বাংলাদেশ গড়ব: জামায়াত আমির Jan 22, 2026
img
সরকারের একটি মহল কিছু প্রার্থীকে জয়ী করার চেষ্টা করছে : মির্জা আব্বাস Jan 22, 2026
img
দিল্লিকে পররাষ্ট্র উপদেষ্টার বার্তা Jan 22, 2026
img
হাদি হত্যা: ৬ দিনের রিমান্ডে ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী রুবেল Jan 22, 2026
img
এবার ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা Jan 22, 2026
img
নির্বাচন ঘিরে টানা চার দিনের ছুটি Jan 22, 2026
img
মানুষ ফ্যামিলি কার্ড ও ফ্ল্যাট চায় না, নিরাপদ জীবন চায়: নাহিদ ইসলাম Jan 22, 2026
img

নারী বিশ্বকাপ বাছাই

নামিবিয়াকে ৬৪ রানে গুটিয়ে সুপার সিক্স নিশ্চিত করলো বাংলাদেশ Jan 22, 2026
img
মৌলভীবাজারে ‘প্ল্যানের একটি অংশ’ তুলে ধরলেন তারেক রহমান Jan 22, 2026
img
চট্টগ্রামে এমপি পদপ্রার্থীর গাড়িতে হামলা Jan 22, 2026
img
আমরা শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলতে চাই, দল রেডি আছে: বুলবুল Jan 22, 2026
img
পুরো বাংলাদেশের মানুষ এখন পরিবর্তনের পক্ষে: সারজিস Jan 22, 2026
img
তাদের প্রটোকল বিএনপির চাইতে ৩ গুণ করে দেন : তারেক রহমান Jan 22, 2026
img
১৭ বছর পর লন্ডন থেকে একজন মুফতি এসেছেন দেশে : মিলন Jan 22, 2026
img
একাত্তরে এক দল, গত ১৬ বছর আরেক দল দাসখত দিয়েছিল: তারেক রহমান Jan 22, 2026
img
হত্যাকারী-চাঁদাবাজদের জন্য না, ন্যায়ের পক্ষে হ্যাঁ : রাশেদ প্রধান Jan 22, 2026