বাংলাদেশে ভোট বন্ধ করার ক্ষমতা কারো নেই এবং নির্ধারিত সময়েই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। যারা নির্বাচন বানচাল করতে চায়, তারা গণতন্ত্র ও দেশের শত্রু বলেও মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) চট্টগ্রাম নগরীর কদমতলী এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চট্টগ্রাম -১১ আসনের ভোটের প্রচারে নেমে তিনি এসব কথা বলেন।
এ সময় আমীর খসরু বলেন, দীর্ঘদিন পর দেশের মানুষ গণতন্ত্র রক্ষার সুযোগ হিসেবে ভোট দেওয়ার অধিকার ফিরে পেয়েছে। এই সুযোগ কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না।
তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনই দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করবে। জনগণের ভোটের মাধ্যমেই রাষ্ট্র পরিচালনার বৈধতা আসে উল্লেখ করে তিনি বলেন, জনগণের রায় ছাড়া কেউ ক্ষমতায় থাকার অধিকার রাখে না।
তিনি আরও বলেন, নির্বাচন ঘিরে যেকোনো ষড়যন্ত্র বা সহিংসতার বিরুদ্ধে জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে। ভোটের পরিবেশ নষ্ট করার অপচেষ্টা জনগণ মেনে নেবে না।
নির্বাচনী প্রচারে বিএনপির নেতাকর্মীরা উপস্থিত থেকে ভোটারদের মধ্যে ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব তুলে ধরেন।
এমআর/টিকে