ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির মনোনীত প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় মাদারীপুরের দুই আসনের তিন নেতাকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। বুধবার (২১ জানুয়ারি) রাতে কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত নেতারা হলেন- মাদারীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও শিবচর উপজেলা বিএনপির সদস্য কামাল জামান মোল্লা। তিনি প্রাথমিকভাবে বিএনপির মনোনয়ন পেলেও পরে বিতর্কের মুখে মনোনয়ন বাতিল করা হয়। একই আসনের আরেক স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ২০১৮ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু। এছাড়া মাদারীপুর-2 আসনের স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সদস্য ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিল্টন বৈদ্যকেও বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সারাদেশের মোট ৫৯ জন বিএনপি নেতাকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, ২০১৮ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ আসনে সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু এবং মাদারীপুর-২ আসনে মিল্টন বৈদ্য বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী পরিবর্তন করে স্থানীয় নেতাদের অগ্রাধিকার দেয় বিএনপি। মাদারীপুর-১ আসনে প্রথমে কামাল জামান মোল্লাকে মনোনয়ন দেওয়া হলেও পরে তা স্থগিত করে শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাদিরা আক্তারকে দলীয় প্রার্থী করা হয়।
অন্যদিকে, মাদারীপুর-২ আসনে বিএনপির মনোনয়ন পেয়ে নির্বাচনী মাঠে রয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী মিয়া। আর মাদারীপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিছুর রহমান খোকন তালুকদার।
দলীয় শৃঙ্খলা রক্ষায় এই বহিষ্কার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব।
এমআই/টিকে