পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) রোববার আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্ট শুরু হবে ৭ ফেব্রুয়ারি এবং শেষ হবে ৮ মার্চ।
দল ঘোষণার সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পিসিবির হাই পারফরম্যান্স বিভাগের পরিচালক ও পুরুষ জাতীয় দলের নির্বাচক কমিটির সদস্য আকিব জাভেদ, পাকিস্তান দলের প্রধান কোচ মাইক হেসন এবং টি-টোয়েন্টি অধিনায়ক সালমান আলী আঘা।
এই দলে আঘার সঙ্গে প্রথমবারের মতো কোনো আইসিসি বৈশ্বিক আসরের দলে ডাক পেয়েছেন ফাহিম আশরাফ, খাজা নাফে, মোহাম্মদ সালমান মির্জা, শাহিবজাদা ফারহান ও উসমান তারিক। অন্যদিকে, আবরার আহমেদ, বাবর আজম, ফখর জামান, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান ও উসমান খানও আছেন দলে।
২০০৯ সালের চ্যাম্পিয়ন পাকিস্তান এবারের বিশ্বকাপে তাদের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়। পাকিস্তান যদি সেমিফাইনাল ও ফাইনালে ওঠে, তাহলে দুটি নকআউট ম্যাচই অনুষ্ঠিত হবে কলম্বোয়। তবে পাকিস্তান সেখানে না পৌঁছালে সেমিফাইনাল হবে কলকাতায় এবং ফাইনাল অনুষ্ঠিত হবে আহমেদাবাদে।
বিশ্বকাপে পাকিস্তানের অভিযান শুরু হবে ৭ ফেব্রুয়ারি কলম্বোয়, নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর তারা ১০ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র, ১৫ ফেব্রুয়ারি চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে এবং ১৮ ফেব্রুয়ারি নামিবিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে।
পাকিস্তান দল-
সালমান আলী আঘা (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা নাফে (উইকেটকিপার), মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ সালমান মির্জা, নাসিম শাহ, শাহিবজাদা ফারহান (উইকেটকিপার), সাইম আইয়ুব, শাহীন শাহ আফ্রিদি, শাদাব খান, উসমান খান (উইকেটকিপার) ও উসমান তারিক।
এসএস/টিকে