ওপার বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এমন একজন অভিনেতা, যিনি প্রায় সব প্রজন্মের অভিনেত্রীদের সঙ্গে স্ক্রিন ভাগ করে কাজ করেছেন। মুনমুন সেন, রাইমা সেনসহ বহু সময়ের অভিনেত্রীদের সঙ্গে তার অভিজ্ঞতা এবং সংযোগের কারণে নবাগতদের কাছে তার সঙ্গে কাজ করা এক স্বপ্নের মতো। তবে সম্প্রতি সংগীত বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে বুম্বাদা জানান, এমন একজন অভিনেত্রী আছেন, যার সঙ্গে কাজ করতে তিনি নিজেও ভয় পান।
প্রসেনজিতের কথায়, “সুদীপ্তা চক্রবর্তীর মতো অভিনেত্রী আমাদের ইন্ডাস্ট্রিতে খুব কম আছে। শুধু ভয় নয়, তার প্রতি খানিকটা ঈর্ষাও কাজ করে, কারণ ওর মতো অভিনয় খুব কম মানুষই করতে পারেন।” এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ওর স্ক্রিন প্রেজেন্স এবং পারফরম্যান্স এমন যে সেটে থাকলেই নিজেকে নতুনভাবে প্রমাণ করতে হয়।
তিনি একাধিক অভিনেত্রীকে নিয়ে খোলামেলা মন্তব্যও করেছেন। রচনা বন্দ্যোপাধ্যায়কে প্রসেনজিৎ প্রফেশনাল হিসেবে উল্লেখ করেছেন এবং জানান, “রচনা যে যত্ন ও নিষ্ঠা নিয়ে কাজ করে, তা বারবার অভিজ্ঞতা হয়েছে।” অন্যদিকে ওপার বাংলার অভিনেত্রী জয়া আহসানকেও তিনি প্রশংসায় ভরিয়ে বলেন, “জয়া একটি তৈরি অভিনেত্রী।”
রাইমা সেন প্রসঙ্গে তিনি বলেন, “বকা খেয়ে মাঝে মাঝে কেঁদে ফেললেও অভিনয়ে তার দক্ষতা নিয়ে কোনো সন্দেহ নেই।” নিজের স্ত্রী অর্পিতা চট্টোপাধ্যায়ের অভিনয় নিয়েও তিনি অকপট। প্রসেনজিত বলেন, “অর্পিতা খুব বেশি হোমওয়ার্ক করে না, তবে যা করে সেটাই ম্যাজিক।”
সবশেষে পাওলি দাম প্রসঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন, কেন কাউকে তাকে কমেডি চরিত্রে ব্যবহার করা হয় না। প্রসেনজিতের মতে, পাওলি শুধুমাত্র ভালো অভিনেত্রীই নয়, একজন দুর্দান্ত কমেডিয়ানও। এই মন্তব্যে স্পষ্ট হয়ে ওঠে, বুম্বাদা শুধু সহ-অভিনেত্রীদের নয়, পুরো বাংলা চলচ্চিত্র জগতের অভিনয়মানকে গভীরভাবে মূল্যায়ন করেন।
পিআর/টিকে