ভারতীয় ক্রিকেটের অন্যতম আলোচিত মুখ যুজবেন্দ্র চাহাল। মাঠের স্পিন জাদুর পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই খবরের শিরোনামে থাকেন তিনি। তবে গত কয়েকদিন ধরে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে গুঞ্জন শুরু হয়েছে, তা এখন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। বিশেষ করে আরজে মাহভাশের সঙ্গে তাঁর সম্পর্কের টানাপোড়েন এবং সম্প্রতি 'বিগ বস' খ্যাত শেফালী বগ্গার সঙ্গে তাঁকে প্রকাশ্যে দেখা যাওয়ার পর থেকেই নতুন গুঞ্জন দানা বাঁধছে।
বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল যে, যুজবেন্দ্র চাহাল এবং আরজে মাহভাশের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। এই জল্পনা আরও তীব্র হয় যখন নেটিজেনরা লক্ষ্য করেন যে মাহভাশ সোশ্যাল মিডিয়ায় চাহালকে 'আনফলো' করে দিয়েছেন। আধুনিক যুগে সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলো করা মানেই সম্পর্কের তিক্ততার ইঙ্গিত বলে ধরে নেন অনুরাগীরা। যদিও এই বিষয়ে চাহাল বা মাহভাশ— কেউই সরাসরি মুখ খোলেননি।
তবে আগুনের ঘি ঢেলেছে সাম্প্রতিক একটি ভিডিও। মুম্বাইয়ের রাস্তায় যুজবেন্দ্র চাহালকে দেখা গেছে জনপ্রিয় সঞ্চালিকা ও প্রাক্তন 'বিগ বস' প্রতিযোগী শেফালী বগ্গার সঙ্গে। একটি ক্যাফে থেকে দু'জনকে একসঙ্গে বেরিয়ে আসতে দেখে পাপারাজ্জিরা ক্যামেরাবন্দি করতে ভুললেন না। ভিডিওতে দেখা যায়, চাহাল এবং শেফালী বেশ খোশমেজাজে গল্প করছেন।
শেফালী বগ্গা টেলিভিশনের পরিচিত মুখ।ক্রিকেটের সঙ্গেও তাঁর যোগসূত্র পুরনো, কারণ অনেক সময় তাঁকে ক্রিকেটীয় অনুষ্ঠানে সঞ্চালনা করতে দেখা যায়। তবে চাহালের সঙ্গে তাঁর এই 'আউটডোর ডেট' কি কেবলই বন্ধুত্ব নাকি এর পিছনে অন্য কোনও গভীর সম্পর্ক রয়েছে, তা নিয়েই এখন নেটমাধ্যমে চলছে চুলচেরা বিশ্লেষণ।
২০২০ সালে ধনশ্রী ভার্মাকে বিয়ে করেন যুজবেন্দ্র চাহাল। করোনা মহামারীর সময় ধনশ্রীর কাছে নাচ শিখতে গিয়ে মন দিয়ে ফেলেন তিনি।
তারপরই তড়িঘড়ি সাতপাকে বাঁধা পড়েন। এরপর কিছু বছর কাটতে না কাটতেই শুরু হয় তাঁদের বিবাহ বিচ্ছেদের জল্পনা। সেই জল্পনায় সিলমোহর দিয়ে ২০২৫ সালের গোড়ার দিকে বিবাহিত সম্পর্কে ইতি টানেন যুজবেন্দ্র চাহাল এবং ধনশ্রী ভার্মা।
এর পরপরই ক্রিকেটারের নাম জুড়ে যায় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আরজে মাহভাশের সঙ্গে। তাঁদের আকছার নানা জায়গায় একসঙ্গে দেখা যেত। কিন্তু এখন সেই সম্পর্কেও ইতি টেনেছেন দু'জন। তবে আবার চাহাল নতুন করে প্রেমে পড়েছেন কিনা, তা যদিও এখনও পর্যন্ত খোলসা নয়।
এসএন