গ্রিসের মধ্যাঞ্চলীয় শহর ত্রিকালার কাছে একটি বিস্কুট কারখানায় বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে অন্তত তিনজন নিহত হয়েছেন এবং আরো দুজন নিখোঁজ রয়েছেন বলে সোমবার দেশটির দমকল বাহিনী জানিয়েছে।
কারখানার ছাদজুড়ে আগুন ছড়িয়ে পড়ার সময় ঘন কালো ধোঁয়া আকাশে উঠতে দেখা যায়। আগুন নেভাতে প্রায় ৪০ জন দমকলকর্মী ও ১৩টি গাড়ি মোতায়েন করা হয়। কারখানার মালিক প্রতিষ্ঠান ভায়োলান্টা এস এ এক বিবৃতিতে জানায়, বিস্ফোরণের কারণ এখনো স্পষ্ট নয়।
দমকল কর্মকর্তারা রয়টার্সকে জানান, কারখানায় থাকা ১৩ জনের মধ্যে আটজন নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আরো দুজন এখনো নিখোঁজ রয়েছেন।
ঘটনাস্থলে তদন্তকারী দল ও দুর্যোগ মোকাবিলা ইউনিট পাঠানো হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী আদোনিস জরজিয়াদিস ইআরটিনিউজ রেডিওকে বলেন, একজন দমকলকর্মীসহ ছয়জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
বেশির ভাগই শ্বাসকষ্টে ভুগছিলেন, তবে কারো প্রাণহানির ঝুঁকি নেই। ভায়োলান্টা এক বিবৃতিতে জানায়, ‘এই মুহূর্তে আমাদের একমাত্র ভাবনা আমাদের কর্মীরা। আমরা তাদের ও তাদের পরিবারের পাশে আছি এবং সম্ভাব্য সব ধরনের সহায়তা করছি।’
আইকে/টিএ