স্পেনে বিশেষ নিয়মিতকরণ অনুমোদনের পথে, বৈধতা পেতে পারে পাঁচ লক্ষাধিক অভিবাসী

স্পেন সরকার জরুরি প্রক্রিয়ায় অভিবাসীদের জন্য একটি বিশেষ নিয়মিতকরণ উদ্যোগ অনুমোদন করতে যাচ্ছে। এই উদ্যোগ কার্যকর হলে পাঁচ লাখের বেশি অনিয়মিত অভিবাসী বৈধ আবাসন, কাজের সুযোগ ও মৌলিক অধিকার পেতে পারেন।

এটি স্পেনে বসবাসরত অনিয়মিত অভিবাসীদের জন্য বড় স্বস্তির খবর বলে মনে করছেন অনেকে।

স্পেনের মন্ত্রিসভা মঙ্গলবার জরুরি প্রক্রিয়ায় একটি বিশেষ নিয়মিতকরণ উদ্যোগের অনুমোদন দিতে যাচ্ছে, যার মাধ্যমে পাঁচ লক্ষের বেশি অভিবাসী বৈধ আবাসনের সুযোগ পেতে পারেন। বামপন্থি দল পোদেমোস সোমবার (২৬ জানুয়ারি) সরকারে থাকা সমাজতান্ত্রিক দল পার্তিদো সসিয়েলিস্তার সঙ্গে এ বিষয়ে একটি সমঝোতার ঘোষণা দেয়।

এ উদ্যোগ অনুযায়ী, যেসব ব্যক্তি ৩১ ডিসেম্বর ২০২৫-এর আগে স্পেনে প্রবেশ করেছেন, যাদের কোনো গুরুতর অপরাধমূলক রেকর্ড নেই এবং আবেদন করার সময় অন্তত পাঁচ মাস দেশটিতে অবস্থান করেছেন, তারা এই নিয়মিতকরণের আওতায় আসতে পারবেন।

পোদেমোস জানিয়েছে, জরুরি প্রশাসনিক প্রক্রিয়ায় একটি রয়্যাল ডিক্রি জারির মাধ্যমে এই পদক্ষেপ নেওয়া হবে, যার জন্য কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হবে না। ফলে সংসদে সংখ্যাগরিষ্ঠতা না থাকলেও সরকার সরাসরি এটি কার্যকর করতে পারবে। এই নিয়ম অনুযায়ী আগামী ৩০ জুন পর্যন্ত আবেদন করা যাবে এবং দলটির দাবি, এতে এক মিলিয়নের কাছাকাছি মানুষ উপকৃত হতে পারেন।

সরকারি নথিতে বলা হয়েছে, এ সংস্কারের লক্ষ্য হলো ব্যতিক্রমী পরিস্থিতিতে বসবাসের অনুমতি পাওয়ার প্রক্রিয়া সহজ ও দ্রুত করা এবং স্পেনে বসবাসরত বিদেশিদের আইনি নিরাপত্তা নিশ্চিত করা, যাতে তারা কার্যকরভাবে তাদের মৌলিক অধিকার প্রয়োগ করতে পারেন।

পোদেমোসের ইউরোপীয় পার্লামেন্ট সদস্য আইরিনে মনতেরো বলেন, স্পেনে অনেক মানুষ ভয়ে বসবাস করেন- পুলিশ থামালে কী হবে সেই আতঙ্কে। আমরা এমন সমাজ মেনে নিতে পারি না যেখানে মানুষ অধিকার ছাড়া এবং ভয়ের মধ্যে থাকে। বর্ণবাদের জবাব দিতে হয় অধিকার দিয়ে।

তিনি জানান, এই নিয়মিতকরণ উদ্যোগ দীর্ঘ আলোচনার ফল এবং সামাজিক সংগঠনগুলোর ধারাবাহিক আন্দোলনের কারণে সম্ভব হয়েছে।

এই নিয়মিতকরণের আওতায় দেশে অবস্থানের প্রমাণ হিসেবে পাদ্রোন (স্থানীয় নিবন্ধন), চিকিৎসাসংক্রান্ত কাগজপত্র, সামাজিক সেবায় উপস্থিতির সনদ, ভাড়ার চুক্তি, অর্থ প্রেরণের রসিদ বা পরিবহন টিকিটের মতো নথি গ্রহণযোগ্য হবে। আবেদন জমা দেওয়ার সঙ্গে সঙ্গে প্রশাসনিক কারণে জারি করা বহিষ্কার বা ফেরত পাঠানোর আদেশ স্থগিত থাকবে। আবেদন গ্রহণযোগ্য হলে অস্থায়ী আবাসিক অনুমতি দেওয়া হবে, যার মাধ্যমে বৈধভাবে কাজ করা এবং স্বাস্থ্যসেবাসহ মৌলিক অধিকার ভোগ করা যাবে।

চূড়ান্তভাবে অনুমোদন পেলে এক বছরের জন্য আবাসিক অনুমতি দেওয়া হবে, যার মেয়াদ শেষে সাধারণ অভিবাসন আইনের আওতায় স্থায়ী অনুমতির জন্য আবেদন করা যাবে।

উল্লেখ্য, অভিবাসীদের এই বিশেষ নিয়মিতকরণ উদ্যোগটি প্রথমে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে একটি আইন প্রস্তাব হিসেবে ২০২৪ সালের এপ্রিলে কংগ্রেসে উত্থাপিত হয়েছিল, তবে রাজনৈতিক ঐকমত্যের অভাবে তা দীর্ঘদিন আটকে ছিল। সর্বশেষ ২০০৫ সালে হোসে লুইস রদ্রিগেস সাপাতেরোর সরকার একই ধরনের একটি নিয়মিতকরণ কার্যক্রম চালায়, যাতে তখনও পাঁচ লাখের বেশি অভিবাসী উপকৃত হয়েছিলেন।

আরআই/টিকে

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচন পর্যবেক্ষণে ৫৫ হাজার দেশি পর্যবেক্ষক, মানতে হবে ইসির নির্দেশ Jan 27, 2026
img
জেআইসি সেল ও টিএফ আই সেলে গুমের দুই মামলায় সাক্ষ্যগ্রহণ আজ Jan 27, 2026
img
বিআরটিসির সব বাস থেকে কালো ধোঁয়া বের হয়: পরিবেশ উপদেষ্টা Jan 27, 2026
img
প্রসেনজিতের পদ্মশ্রী সম্মানে ভূষিত হওয়ায় খুশির হাওয়া পরিবারে Jan 27, 2026
img
ভারত-রাশিয়ার মধ্যে ১০ হাজার কোটি ডলারের বাণিজ্যচুক্তি স্বাক্ষর Jan 27, 2026
img
নির্বাচনের জন্য চার দিনের ছুটি পাচ্ছেন শিক্ষার্থীরা Jan 27, 2026
img
সাহেব-সুস্মিতার সম্পর্ক ঘিরে বিয়ের গুঞ্জন Jan 27, 2026
img
সারাদেশে দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে প্রায় ২৪ হাজার শিক্ষার্থী Jan 27, 2026
img
বিশ্বকাপ যাত্রায় ভিসা সংক্রান্ত জটিলতা স্কটল্যান্ডের Jan 27, 2026
img
টানা ৪ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে Jan 27, 2026
img
বিয়ের গুঞ্জনের মধ্যেই বিজয়-রাশমিকাকে ঘিরে এল নতুন খবর Jan 27, 2026
img
মৌলভীবাজারে বিএনপির ১১ নেতাকে অব্যাহতি Jan 27, 2026
img

আসিফা আশরাফী পাপিয়া

জামায়াতের নেতারা কীভাবে বলছেন, তাদের বিজয় সুনিশ্চিত? Jan 27, 2026
img
মাদুরোকে তুলে আনতে এমন অস্ত্র ব্যবহার করা হয় যা কারও কাছে নেই, কখনও ব্যবহার করেনি যুক্তরাষ্ট্র Jan 27, 2026
img
অনেকে ভোটকেন্দ্র দখল ও ভোট চুরির পরিকল্পনা করছেন : হাসনাত Jan 27, 2026
img
র‍্যাব কর্মকর্তাকে হত্যা, ৩ দিনে ৩ আসামি গ্রেপ্তার Jan 27, 2026
img
চট্টগ্রামে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধি পরিদর্শনে আমেরিকার রাষ্ট্রদূত Jan 27, 2026
img
লজ্জার রেকর্ডে সালাহ, আট ম্যাচের মধ্যে সাতটিতেই হার Jan 27, 2026
img
মার্কিন প্রতিনিধি দলের আকস্মিক সফরে আর্জেন্টিনায় গভীর উদ্বেগ Jan 27, 2026
img
পাকিস্তান ক্রিকেটের জন্য কী করেছে বাংলাদেশ? : আকরাম Jan 27, 2026