মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা শহরের জেঠিরোডের একটি বাসার দেয়ালের পাশ থেকে জীবিত একটি গন্ধগোকুল উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) রাত পৌনে ৯টার দিকে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল গন্ধগোকুলটি উদ্ধারের পর বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
স্বপন দেব সজল জানান, শহরের জেঠিরোডের প্রবাসী কৃষ্ণ সেনের বাসার ভেতরের দেয়ালের এক পাশে এ গন্ধগোকুলটি আশ্রয় নেয়। বাসার লোকজনরা দেখতে পান রাতের আঁধারে একটি প্রাণীর চোখের আলো জ্বলজ্বল করে জ্বলছিল। সেই সঙ্গে প্রাণীটি নড়াচড়া করছিল। এতে বাসার সবাই ভয় পেয়ে যান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক। খোঁজাখুঁজির পর একটি দেয়ালের পাশে গন্ধগোকুলটির সন্ধান পান। পরে এটি উদ্ধার করে নিয়ে আসা হয়।
তিনি আরও জানান, গন্ধগোকুলটি সুস্থ রয়েছে। রাতেই বিভাগের কাছে গন্ধগোকুলটিকে হস্তান্তর করা হয়েছে। বন জঙ্গলে খাদ্য সংকট দেখা দেয়াতে প্রায় সময়ই এ অঞ্চলে বন্য প্রাণী লোকালয়ে বেড়িয়ে পড়ছে।
টিজে/টিকে