দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। ছোট পর্দার গণ্ডি পেরিয়ে চলচ্চিত্রেও নিজের অভিনয়শৈলী প্রমাণ করেছেন এই অভিনেত্রী। বর্তমানে অভিনয়ে অনিয়মিত হলেও সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ইস্যুতে নিজের মতামত প্রকাশ করে বেশ সরব থাকেন তিনি। এবার আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে স্ট্যাটাস দিয়েছেন এই অভিনেত্রী।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন শবনম ফারিয়া।
ঢাকা-৮ আসন ও নিজের ভোটের আসন শান্তিনগর নিয়ে আক্ষেপ প্রকাশ করে লেখেন, ‘শান্তিনগরে ২৪/৭ জ্যাম এইটা নিয়ে আমার কোনো দুঃখ নেই। কিংবা আমার এলাকার কোনো এক মেয়ে জায়েদ খানের ছবি এমবুশ করা বালিশে ঘুমায় এইটা নিয়েও আমার কোনো কষ্ট নাই। আমার কষ্ট একটাই শান্তিনগর ঢাকা-৮ আসনে পড়ে আর আমি সেই আসনের ভোটার।’
পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনরাও সহমত প্রকাশ করেন ফারিয়ার কথায়। একজন লেখেন, ‘আপনি ভাগ্যবতী। ফ্রীতে নিজের এলাকায় মারামারি দেখতে পারবেন। নির্বাচনের আগে কিছু ভুট্টা কিনে ঘরে রেখে দিতে পারেন। যেদিন মারামারি লাগবে সেদিন পপকর্ণ বানিয়ে খাবেন আর এনজয় করবেন।’
উল্লেখ্য, ঢাকা-৮ আসন থেকে জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন বিএনপির নেতা মির্জা আব্বাস, এনসিপির নাসিরউদ্দিন পাটওয়ারী, আলোচিত মডেল মেঘনা আলম। মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর থানা নিয়ে এ আসন গঠিত।
কেএন/টিকে