চাঁদাবাজদের হাত থেকে আমরা হাতিয়ার সাধারণ খেটে খাওয়া মানুষকে বাঁচাতে চাই। যারা হাতিয়ার মানুষকে পাঁচতলার ওপর থেকে দেখে, ছোট ছোট দেখে তাদের থেকে হাতিয়ার মানুষকে বাঁচাতে চাই। সেই শকুনের দৃষ্টি থেকে হাতিয়াকে বাঁচাতে চাই। যারা সন্ত্রাসীদের পুনর্বাসন করে, তাদের থেকে হাতিয়াকে বাঁচাতে চাই বলে মন্তব্য করেছেন নোয়াখালী-৬ আসনের ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রর্থী এনসিপির সিনিয়র মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ।
শাপলা কলি মার্কার নির্বাচন প্রচারণায় হাতিয়া উপজেলার উছখালী, হাতিয়া পৌরসভার আলম মার্কেটেসহ বিভিন্নস্থানে পথসভায় এসব কথা বলেন তিনি। এ সময় তার সঙ্গে জামায়াতে ইসলামিসহ ১১ দলীয় জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় হান্নান মাসুদ হাতিয়াবাসীর উদ্যেশ্য বলেন, হাতিয়াকে চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে। হাতিয়াকে সেভ করতে হবে, বাঁচাতে হবে। আমাদের স্লোগান ‘বেক্কে আইয়েন মিলি যাই, হাতিয়া বাঁচাইবার শেষ লড়াই’।
তিনি আরও বলেন, আমরা মনে করি, এবার যদি হাতিয়াকে আমরা বাঁচাতে না পারি, মানুষকে যদি মুক্ত করতে না পারি, তাহলে আবার জিম্মি করা হবে, বারবার জিম্মি করা হবে।
এসকে/এসএন