ভারতের মহারাষ্ট্রের বারামতীতে অবতরণের সময় এনসিপি নেতা ও রাজ্যের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারকে বহনকারী উড়োজাহাজ দুর্ঘটনার শিকার হয়েছে। বুধবার সকালে বারামতি বিমানবন্দরে নামার চেষ্টা করার সময় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।
দুর্ঘটনায় ৬৬ বছর বয়সী অজিত পাওয়ারসহ বিমানে থাকা বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদেরকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
ভারতের একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার সময় অজিত পাওয়ারের দেহরক্ষীরাও বিমানে ছিলেন। তবে তাদের অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও জানানো হয়নি। ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, উড়োজাহাজটি ধ্বংসাবশেষ চারদিকে ছড়িয়ে আছে। পাশাপাশি সেখানে আগুন জ্বলতে এবং ঘন ধোঁয়া উঠতে দেখা গেছে।
ইউটি/টিএ