টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) জন্য ভয়াবহ আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। রেভস্পোর্টসের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুধু ভারত-পাকিস্তান ম্যাচটি না খেললে পিসিবির সম্ভাব্য ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে প্রায় ৩৮ মিলিয়ন মার্কিন ডলার।
পাকিস্তান ইতিমধ্যে বিশ্বকাপের জন্য তাদের দল ঘোষণা করলেও এখনো সরকারের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এ অবস্থায় ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সম্ভাবনা নিয়ে জল্পনা শুরু হলেও বাস্তবতায় তা কার্যকর করা কঠিন বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
আইসিসির সদস্য দেশ হিসেবে পিসিবি ‘মেম্বার পার্টিসিপেশন অ্যাগ্রিমেন্ট’-এ স্বাক্ষর করেছে, যা আইসিসি আয়োজিত প্রতিটি ইভেন্টে অংশগ্রহণের জন্য আইনগতভাবে বাধ্যতামূলক। এই চুক্তি লঙ্ঘন করলে পিসিবির বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে আইসিসি।
এ ছাড়া, ভারত-পাকিস্তান ম্যাচকে কেন্দ্র করে বিপুল পরিমাণ বিজ্ঞাপন, স্পন্সরশিপ ও ব্র্যান্ডেড কনটেন্ট জড়িত থাকায় ম্যাচটি বাতিল হলে স্বাগতিক সম্প্রচারকারী সংস্থা পিসিবির বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবি করে আইনি পদক্ষেপ নিতে পারে। এতে পিসিবির আর্থিক অবস্থার ওপর বড় ধরনের চাপ তৈরি হবে।
পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি এ বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক শেষে নকভি জানান, সব দিক বিবেচনায় রেখে আগামী শুক্রবার অথবা পরবর্তী সোমবার পাকিস্তানের অংশগ্রহণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার ঘটনায় সংহতি প্রকাশের নানা উপায় নিয়ে আলোচনা হয়েছে। তবে বয়কটের পথে গেলে পাকিস্তানকে ভয়াবহ আর্থিক ক্ষতির ঝুঁকি নিতে হবে বলেই বিশ্লেষকদের মত।
এমআই/এসএন