পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচ জিতে সিরিজ জয় ইতোমধ্যে নিশ্চিত করে রেখেছে ভারত। এই ম্যাচে হারলেও সিরিজে এখনও ৩-১ ব্যবধানে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া।
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে ভারতকে ৫০ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। যদিও সিরিজের প্রথম তিন ম্যাচ জিতে ইতোমধ্যে সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছে টিম ইন্ডিয়া। কিউইদের জয়ের পর সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে আছে ভারত।
বিশাখাপাটনামে টসে জিতে আগে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় কিউইরা। দুই ওপেনার ডেভন কনওয়ে এবং টিম সেইফার্ট শুরু থেকেই ব্যাট চালিয়েছেন আগ্রাসী মেজাজে। ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে দ্রুত রান তুলেছেন দুজন। পাওয়ারপ্লের ৬ ওভারে বিনা উইকেটে ৭১ রান তোলে নিউজিল্যান্ড।
ওপেনিং জুটি থেকে আসে পাক্কা ১০০ রান। দুই ওপেনারের সামনে ফিফটির সুযোগ থাকলেও ২৩ বলে ৪৪ রান করে ফিফটির আগেই সাজঘরে ফিরে যান কনওয়ে। সেইফার্ট অবশ্য ফিফটি ছুঁয়ে ফেলেছেন। তিনে নেমে সুবিধা করতে পারেননি রাচিন রবীন্দ্র। ৪ বলে ২ রান করে দলের ১০৩ রানের মাথাতে বিদায় নেন তিনি। ফিফটি হাঁকানো সেইফার্ট থেমেছেন ৩৬ বলে ৬২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে, দলের ১২৬ রানের মাথায়।
চারে নেমে গ্লেন ফিলিপস ভালো শুরু পেয়েছিলেন। যদিও ইনিংসটা লম্বা করতে পারেননি। ১৬ বলে ২৪ রান করে বিদায় নেন তিনি। শেষের দিকে দলের হাল ধরেন ড্যারিল মিচেল। শক্ত হাতে দলের ইনিংসকে টেনেছেন তিনি।
বাকিদের মধ্যে ৮ বলে ৯ রান করেছেন মার্ক চ্যাপম্যান। ৬ বলে ১১ রানের ইনিংস খেলেন অধিনায়ক মিচেল স্যান্টনার। ৬ বলে ১৩ রান করেছেন জ্যাক ফুলক্স। আগ্রাসী ব্যাটিংয়ে ১৮ বলে ৩৯ রানের বিস্ফোরক ইনিংস খেলে শেষ পর্যন্ত টিকে ছিলেন মিচেল। নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৭ উইকেট হারিয়ে ২১৫ রানের সংগ্রহ দাঁড় করায় নিউজিল্যান্ড।
ভারতের হয়ে ২টি করে উইকেট নেন আর্শদ্বীপ সিং এবং কুলদীপ যাদব। ১টি করে উইকেট তুলেছেন রবি বিষ্ণই এবং জাসপ্রীত বুমরাহ।
জবাব দিতে নেমে শুরুতেই বড়সড় ধাক্কা খায় ভারত। দলের সবচেয়ে বড় ভরসা ওপেনার অভিষেক শর্মা ফিরেছেন প্রথম বলেই। গোল্ডেন ডাক মেরে বিদায় নেন অভিষেক, তাকে ফিরিয়েছেন ম্যাট হেনরি। পরের ওভারে তিনে নামা অধিনায়ক সূর্যকুমার যাদবকে ফেরান জ্যাকব ডাফি। ৮ বলে ৮ রান করে বিদায় নেন সূর্যকুমার। এরপর জুটি বাঁধেন সাঞ্জু স্যামসন এবং রিঙ্কু সিং। দুজনে মিলে আগ্রাসী ব্যাটিংয়ে পরিস্থিতি সামাল দেন।
পাওয়ারপ্লের ফায়দা লুটে দ্রুত রান তুলেছেন স্যামসন এবং রিঙ্কু। ৬ ওভারে জোড়া উইকেট হারিয়ে ৫৩ রান তোলে ভারত। পাওয়ারপ্লে শেষেই থেমেছেন স্যামসন। ১৫ বলে ২৪ রান করে বিদায় নেন তিনি। পাঁচে নামা হার্দিক পান্ডিয়া সুবিধা করতে পারেননি। ৫ বলে ২ রান করে বিদায় নেন তিনি।
রিঙ্কু ভালো শুরু পেলেও ইনিংস লম্বা করতে পারেননি। ৩০ বলে ৩৯ রান করে সাজঘরে ফিরে যান তিনি। ৮২ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে ফেলে ভারত।
সেই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে বেধড়ক পিটুনি শুরু করেন শিভাম দুবে। ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে তুলেছেন রান। কিউই বোলারদের একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে দলের রান বাড়িয়েছেন দুবে। ফিফটি ছুঁয়েছেন মাত্র ১৫ বলে। টর্নেডো ব্যাটিংয়ে ২৩ বলে ৬৫ রানের ইনিংস খেলে দলের ১৪৫ রানের মাথাতে থামেন শিভাম দুবে, হয়েছেন রান আউট।
দুবের বিদায়ের পর হারটা প্রায় নিশ্চিত হয়েই যায় ভারতের। শেষ দিকে টপাটপ উইকেট হারিয়ে ১৬৫ রানে অলআউট হয়েছে ভারত। ৫০ রানে জয়লাভ করে নিউজিল্যান্ড।
কিউইদের হয়ে ৩টি উইকেট নেন মিচেল স্যান্টনার। এছাড়া ২টি করে উইকেট নিয়েছেন ইশ সোধি এবং জ্যাকব ডাফি। ১টি করে উইকেট শিকার করেন ম্যাট হেনরি এবং জ্যাক ফুলক্স।
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচ জিতে সিরিজ জয় ইতোমধ্যে নিশ্চিত করে রেখেছে ভারত। এই ম্যাচে হারলেও সিরিজে এখনও ৩-১ ব্যবধানে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া।
পিএ/টিএ