‘তারেক জ্বরে’ কাঁপছে দেশ, তা দেখে দুর্নীতিবাজ ও অপরিপক্ক নবীন নেতা নামধারী ব্যক্তিরা ঈর্ষায় শেষ হয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গোয়াতলা ইউনিয়নের রঘুরামপুর, অয়লাতলী বাজার এবং সদর ইউনিয়নের তারাইকান্দি গ্রামে উঠান বৈঠক ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমরান সালেহ প্রিন্স বলেন, ‘তারেক রহমানের মহাপরিকল্পনায় জনগণ নতুন করে বেঁচে থাকার পথ খুঁজে পেয়েছে। দীর্ঘদিনের হতাশা, দমন-পীড়ন আর অধিকারহীন অন্ধকার ভেদ করে মানুষ আজ জেগে উঠেছে। সারা দেশে জনতার সাগরে ঢেউ লেগেছে, সেই ঢেউ খেলছে তারেক রহমানের নেতৃত্বে। এই জনস্রোত কোনো কৃত্রিম আয়োজন নয়, এটি জনগণের বুকের ভেতর জমে থাকা ক্ষোভ, আশা ও পরিবর্তনের আকাঙ্ক্ষার বিস্ফোরণ।’
সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘এই কারণেই আজ অন্য দলগুলো জনগণের কাছে কোনো গুরুত্বই পাচ্ছে না। কারণ দেশ ও জাতিকে দেয়ার মতো তাদের কোনো ভিশন নেই, কোনো বাস্তব পরিকল্পনা নেই। তারা শুধু ক্ষমতার হিসাব বোঝে, জনগণের জীবনের হিসাব বোঝে না।’
বিএনপির এই যুগ্ম মহাসচিব আরও বলেন, ‘তারেক রহমান যখন ফার্মার্স কার্ড (কৃষক কার্ড), ফ্যামিলি কার্ড ও এক কোটি নতুন কর্মসংস্থানের মতো যুগান্তকারী জনবান্ধব কর্মসূচির ঘোষণা দিয়েছেন, তখনই তারা আতঙ্কিত হয়ে পড়েছে। জনগণের কল্যাণে নেয়া এসব কর্মসূচিকে বিতর্কিত করতে তারা মিথ্যাচার, অপপ্রচার এবং রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত বক্তব্যে লিপ্ত হয়েছে।’
সাবেক এই সংসদ সদস্য বলেন, ‘আমরা ভুলে যাইনি, গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়ার নামে যারা জনগণের সহানুভূতি আদায় করেছিল, তারা পরবর্তীতে সরকারের উপদেষ্টা হয়ে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি ও কমিশন বাণিজ্যে লিপ্ত হয়েছিল। তাদের মূল লক্ষ্য ছিল ক্ষমতার কাছাকাছি থেকে নিজেদের নির্বাচন নিশ্চিত করা। কিন্তু বাস্তবতা হলো, বিএনপি ও তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে যারা বিএনপির পেছনে ঘুরেও দলে যোগ দিতে পারেনি, তাদের সেই নির্বাচন করার খায়েশ এখানেই শেষ হয়ে গেছে। তারা একবার এনসিপি, একবার স্বতন্ত্র, আবার বিএনপির হয়ে নির্বাচন করতে ঘুরেছে।’
প্রিন্স বলেন, ‘বিএনপির নেতাদের বাসায় বাসায় ধর্ণা দিয়েও ওই সব লোকের দুর্নীতি ও অপকর্মের কারণে বিএনপি যখন তাদের দলে নেয়নি, তখন নির্বাচন করার পরিকল্পনা পরিত্যাগ করে আবার নিজেদের পুরানো গুপ্ত দলে ফিরে গিয়ে আজ তারেক রহমান ও তার জনবান্ধব কর্মসূচির বিরুদ্ধে পরিকল্পিত মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে।’
তিনি আরও বলেন, ‘এই অপপ্রচারই প্রমাণ করে, তারেক রহমান সঠিক পথেই আছেন। কারণ ইতিহাস বলে, যখন কেউ জনগণের পক্ষে দাঁড়ায়, তখন অপশক্তি মিথ্যার আশ্রয় নেয়। কিন্তু বাংলাদেশের জনগণ আর বিভ্রান্ত হবে না।’
এর আগে বুধবার ভোরে ধোবাউড়ায় ‘লেটস রান অ্যান্ড টি উইথ প্রিন্স’ নামক কর্মসূচিতে যোগ দিয়ে স্থানীয় তরুণ খেলোয়াড় ও সমাজকর্মীদের সঙ্গে ব্যতিক্রমধর্মী মিনি ম্যারাথন ও চা-চক্রে মিলিত হন তিনি।
এ অনুষ্ঠানে প্রিন্স বলেন, ‘নির্বাচিত হলে তারুণ্যের শক্তি, মেধা ও সাহসকে কাজে লাগিয়ে মাদক, সন্ত্রাস ও অনৈতিকতামুক্ত ধোবাউড়া গড়ে তোলা হবে।’ তিনি উল্লেখ করেন, তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করতে খেলাধুলা, সংস্কৃতি ও মানবিক কর্মকাণ্ডের বিকল্প নেই।
এসএস/টিএ