ময়মনসিংহের ভালুকা উপজেলায় জাতীয় পার্টির তিন শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দিয়েছেন।
বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় তারা ভালুকা পাইলট স্কুল সংলগ্ন বিএনপি মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর ব্যক্তিগত কার্যালয়ে তার হাতে ফুলের তোড়া দিয়ে এই যোগদান সম্পন্ন করেন।
জানা গেছে, বিএনপির মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর হাত ধরে জাতীয় পার্টির তিন শতাধিক নেতাকর্মী বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদানের ইচ্ছে পোষণ করলে তাদেরকে আনুষ্ঠানিকভাবে ফুল দিয়ে বরণ করে নেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষে কাজ করতে পরামর্শ প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সদস্য আবু জাফর, এবি সিদ্দিক, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, ভালুকা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাসেলসহ আরও অনেকে।
এসএস/টিএ