বলিউড ডিভা কারিনা কাপুর খান জীবন নিয়ে এক বাস্তবমুখী বার্তা দিলেন। তাঁর মতে, জীবন মানেই সুখ ও দুঃখের সংমিশ্রণ, আর এই দুইয়ের সাথেই মানিয়ে নেওয়া জরুরি। কঠিন সময়ে ভেঙে না পড়ে মনের জোর বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি।
কারিনা বলেন, "জীবন মানেই তাতে হাসি ও কান্না ঠাসা থাকবে। তাই মন শক্ত করার পাশাপাশি নিজের উপর বিশ্বাস হারাবেন না।"
যেকোনো পরিস্থিতিতে নিজের ওপর আস্থা রাখাই যে এগিয়ে যাওয়ার মূলমন্ত্র এবং আত্মবিশ্বাসই যে সব সমস্যার সমাধান -ভক্তদের সেই অনুপ্রেরণাই দিলেন এই অভিনেত্রী।