গত ১৭ থেকে ১৮ বছর দেশে কোনো গ্রহণযোগ্য নির্বাচন হয়নি: আবদুস সালাম

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে জনগণকে বিভ্রান্ত করার নানা ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা-১৭ আসনের বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। তিনি বলেন, কিছু রাজনৈতিক দল জানে নির্বাচন সুষ্ঠু হলে জনগণের বিপুল ভোটে বিএনপি বিজয়ী হবে, ইনশাআল্লাহ। তাই তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে।

বুধবার (২৮ জানুয়ারি) ঢাকা ১৭ আসনে নির্বাচনী প্রচারণার সময় এক পথসভায় সভায় তিনি এসব কথা বলেন।

সালাম বলেন, গত ১৭ থেকে ১৮ বছর দেশে কোনো গ্রহণযোগ্য নির্বাচন হয়নি। এ সময় জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। তার দাবি, শেখ হাসিনা একটি কারণে নির্বাচন দেননি, তারা জানতো নির্বাচন হলে বিএনপি জয়ী হবে।

বিএনপির ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত আওয়ামী লীগ দেশকে ধ্বংস করেছিল। এরপর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশকে গড়ে তুলেছিলেন। নব্বইয়ের গণআন্দোলনের পর বেগম খালেদা জিয়া ক্ষমতায় এসে আবার দেশ গড়ার কাজ করেছিলেন। তাঁর মতে, ২০২৪ সালের আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার বিদায় ঘটেছে, কিন্তু দেশ আবারও ধ্বংস প্রান্তে। এই দেশকে নতুন করে গড়ে তুলতে বিএনপি ও তারেক রহমান ছাড়া কোনো বিকল্প নেই।

আবদুস সালাম বলেন, বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করে না, মুক্তিযুদ্ধ নিয়ে রাজনীতি করে না; বিএনপি মানুষের কল্যাণে রাজনীতি করে। সামনে নির্বাচনকে কেন্দ্র করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হবে বলেও তিনি সতর্ক করেন।

তিনি ভোটারদের উদ্দেশে বলেন, ধানের শীষে ভোট দিলে দেশ একজন প্রধানমন্ত্রী পাবে। অন্য দলে ভোট দিলে জনগণ কিছুই পাবে না। এলাকার সমস্যা সমাধান করার ক্ষমতা প্রধানমন্ত্রীর আছে, অন্য কারও নেই বলেও মন্তব্য করেন তিনি।

স্থানীয় সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, এলাকার প্রধান সমস্যা হলো রাস্তা ও গ্যাস। তারেক রহমান নির্বাচিত হলে তাঁকে এলাকায় নিয়ে আসা হবে এবং তখনই রাস্তার কাজ শুরু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তারেক রহমান ক্ষমতায় এলে ঘরে ঘরে সমস্যার সমাধান হবে বলেও দাবি করেন তিনি।

আবদুস সালাম আরও বলেন, যারা ক্ষমতায় যেতে পারবে না, তারা কোনো পরিবর্তনও আনতে পারবে না। নিজের ভাগ্য, এলাকার পরিবেশ ও উন্নয়ন পরিবর্তন করতে চাইলে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, তারেক রহমান বেগম খালেদা জিয়ার সন্তান এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান। তাঁর দাবি, এ দেশে যারা কিছু করেছে, তারা হলো জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া। আগামী দিনে ইনশাআল্লাহ তারেক রহমানই সেই দায়িত্ব পালন করবেন।

এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ

img
‘গুমঘরে’ সারাক্ষণ চোখ বেঁধে রাখা হতো : সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর Jan 29, 2026
img
শেরপুর জেলা বিএনপির ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি স্থগিত Jan 29, 2026
img
পুতিন-জেলেনস্কি বৈঠকের ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছে রাশিয়া Jan 29, 2026
img
ঝোড়ো আবহাওয়া ও ভারী বৃষ্টিপাতে রোমে বিপর্যয় Jan 29, 2026
img
প্রথমবারের মতো পডকাস্টে তারেক রহমান, শোনাবেন আগামীর বাংলাদেশের রোডম্যাপ Jan 29, 2026
img
শুধু সৎ ও যোগ্য লোক দিয়ে সরকার চলে না : জামায়াত প্রার্থী Jan 29, 2026
img
বিনামূল্যে বা সস্তায় খাবার পেলে মানুষ বেশি খেয়ে ফেলে কেন? Jan 29, 2026
img
অন্তর্বর্তী সরকারের আমলে ৪০০ কারখানা বন্ধ, দেড় লাখ শ্রমিক কর্মহীন : জুলকারনাইন সায়ের Jan 29, 2026
img
ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে জলপাই তেলের ভূমিকা Jan 29, 2026
img
হবিগঞ্জে এনসিপির ১৩ নেতার পদত্যাগ Jan 29, 2026
img
গাজার শাসনভার ফিলিস্তিনি টেকনোক্রেটিক কমিটির কাছে হস্তান্তর করতে প্রস্তুত হামাস Jan 29, 2026
img
চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে উঠলো কারা? Jan 29, 2026
img
বিএনপির জোট প্রার্থীসহ ৫ প্রার্থীকে জরিমানা Jan 29, 2026
img
নির্বাচনে পেশাদারি আচরণের নির্দেশ সেনাপ্রধানের Jan 29, 2026
img
দক্ষিণ আমেরিকায় বিমান বিধ্বস্ত, প্রাণ গেলো সব আরোহীর Jan 29, 2026
img
পুষ্টিকর খাবার খেতে গিয়ে পকেট খালি? জেনে নিন কিভাবে প্ল্যানিং করবেন Jan 29, 2026
img
খেলা না থাকায় ছুটিতে গেলেন ফিল সিমন্স Jan 29, 2026
img
পরমাণু চুক্তির জন্য ইরানকে আল্টিমেটাম ট্রাম্পের Jan 29, 2026
img
বিএনপি-জামায়াত নয়, একমাত্র আমরাই ইসলাম প্রতিষ্ঠা করতে চাই: চরমোনাই পীর Jan 29, 2026
img
বাবার হাত ধরেই প্রথম সিনেমার যাত্রা, ডেবিউ করছে ইয়াত্রা! Jan 29, 2026