বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদক ও রাজধানী সুপার মার্কেট দোকান মালিক সমিতির প্রধান উপদেষ্টা অপর্ণা রায় দাস বলেছেন, বাংলাদেশে রাজনৈতিক দলের অভাব নেই। কিন্তু গণতন্ত্রের পক্ষে এবং গণতন্ত্র উদ্ধারে সব সময় জনগণের সঙ্গে থাকার দল একমাত্র বিএনপি। বিএনপির মার্কা ধানের শীষের বিজয় মানে গণতন্ত্রের বিজয়।
বুধবার (২৮ জানুয়ারি) ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেনের নির্বাচনী প্রচারণাকালে টিকাটুলিস্থ রাজধানী সুপার মার্কেটের ব্যবসায়ীদের এক সমাবেশে তিনি এ কথা বলেন।
ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ইশরাক হোসেন বলেন, আমার বাবা সাদেক হোসেন খোকা এই এলাকার উন্নয়নে নিজেকে বিলিয়ে দিয়েছিলেন। আমাকে ভোটে জয়যুক্ত করলে আমিও আপনাদের সুখে-দুঃখে সবসময়ই পাশে থাকবো ।
আশরাফুল হোসেন টিটুর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন মার্কেটের সাধারণ সম্পাদক ফজলুল হক বিপ্লব, সাবেক কাউন্সিলর মোহাম্মদ আরিফ, উপদেষ্টা সুভাষ চন্দ্র দাস, আবু সাঈদ হাওলাদার, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ইঞ্জিনিয়ার সীমান্ত দাস প্রমুখ।
পিএ/টিএ