দ্বিতীয় বিয়ে ঘিরে টানা দুই সপ্তাহের বিতর্কের পর অবশেষে মুখ খুললেন তারকা-বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। দীর্ঘ সময় ধরে নীরব থাকার পর প্রথমবার প্রকাশ্যে নিজের অবস্থান স্পষ্ট করলেন তিনি।
ঘটনার সূত্রপাত হয় প্রায় দুই সপ্তাহ আগে। আচমকাই এক বিকেলে বারণসীর একটি ঘাটে নিজের দ্বিতীয় বিয়ের ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেন হিরণ। মুহূর্তের মধ্যেই সেই ছবি ঘিরে শুরু হয় তুমুল আলোচনা। এরপরই প্রকাশ্যে স্বামীর বিরুদ্ধে অভিযোগ তোলেন তাঁর প্রথম স্ত্রী অনিন্দিতা। তাঁর দাবি, আইনিভাবে বিচ্ছেদ না ঘটিয়েই ফের বিয়ে করেছেন বিধায়ক।
এই অভিযোগকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে বিতর্ক আরও তীব্র আকার নেয়। এক পর্যায়ে হিরণের সদ্য বিবাহিতা স্ত্রী ঋতিকা একটি দীর্ঘ বার্তা প্রকাশ করে অনিন্দিতার বক্তব্যের বিরোধিতা করেন। তিনি দাবি করেন, হিরণের প্রথম স্ত্রী তাঁদের সম্পর্কের বিষয়ে আগে থেকেই অবগত ছিলেন এবং বিয়েও অনেকদিন আগেই সম্পন্ন হয়েছিল। তবে পরে সেই বার্তাটি মুছে দেন ঋতিকা।
এদিকে দ্বিতীয় বিয়ে নিয়ে বিতর্কের মধ্যেই হিরণের বিরুদ্ধে আনন্দপুর থানায় মামলা দায়ের করেন অনিন্দিতা। বিষয়টি সামনে আসতেই ব্যক্তিগত সম্পর্কের পাশাপাশি সম্পত্তি সংক্রান্ত টানাপোড়েনও প্রকাশ্যে চলে আসে। সামাজিক মাধ্যমে ভাইরাল হয় হিরণ ও অনিন্দিতার একটি কথোপকথনের অডিও। পুরো ঘটনায় চর্চা ক্রমশ বাড়লেও এতদিন মুখ খুলতে দেখা যায়নি হিরণকে।
অবশেষে দুই সপ্তাহ পর একটি সংবাদমাধ্যমের তরফে যোগাযোগ করা হলে নিজের অবস্থান জানালেন খড়গপুরের এই বিধায়ক। হিরণ জানান, তিনি সেই সময় কলকাতায় ছিলেন না এবং দীর্ঘদিন চেন্নাইতে অবস্থান করছিলেন। পাশাপাশি তিনি স্পষ্ট করে বলেন, যে বিষয়টি বর্তমানে আদালতের বিবেচনাধীন, সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না। আদালতের প্রতি সম্মান রেখেই নীরব থাকছেন বলেও জানান তিনি।
এমকে/টিএ