চীনের ইওউ শহরে এক কারখানার ভুলেই জন্ম নিয়েছে বছরের ভাইরাল খেলনা। হাসিমুখের বদলে উল্টো সেলাইয়ে তৈরি হয়েছে ‘কান্নারত ঘোড়া’। চীনা নববর্ষে এই খেলনাই এখন তরুণ কর্মজীবীদের আবেগের প্রতীক হয়ে উঠেছে।
চীনের ঝেজিয়াং প্রদেশের ইওউ ইন্টারন্যাশনাল ট্রেড সিটিতে চীনা নববর্ষের আগে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। লাল রঙের একটি প্লাশ ঘোড়া সবার নজর কাড়ছে। নিচের দিকে ঝুলে থাকা মুখ আর বিষণ্ন চোখের কারণে অনলাইনে নাম পেয়েছে ‘ক্রাইং হর্স’ বা কান্নারত ঘোড়া।
লাল রঙের এই খেলনাটি নববর্ষ উপলক্ষে তৈরি করা হয়েছিল। তবে কারখানার এক শ্রমিক ভুল করে ঘোড়ার মুখ উল্টো দিকে সেলাই করেন। দোকান মালিক ঝাং হুওচিং প্রথমে খেলনাটি ফেরত নিতে চাইলেও পরে সেটিই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।
ঝাং হুওকিং বলেন, ‘সত্যি বলতে আমি অবাক হয়েছি। আমার কাছে এটা দেখতে সুন্দর না। তরুণরা হয়তো এটা পছন্দ করে। আমাদের ভাবনাও এখন ক্রেতার চাহিদা অনুযায়ী বদলাতে হচ্ছে।’ তিনি জানান, ত্রুটিটি আবিষ্কার করার পর তিনি ক্রেতাদের টাকা ফেরত দেয়ার প্রস্তাবও দিয়েছিলেন। কিন্তু গ্রাহক কখনও খেলনাটি ফেরত দেননি।
কিছুক্ষণ পরেই তিনি অনলাইনে এর ছবি দেখতে পান। সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয় এই কান্নার ঘোড়া। অনেক তরুণ বলেন, অফিসে কাজের সময় তাদের মুখ এমনই থাকে। আর কাজ শেষে তারা হয়ে ওঠেন হাসিমুখের ঘোড়া। চাহিদা বাড়তে থাকায় দোকান কর্তৃপক্ষ কান্নার ঘোড়ার উৎপাদন চালু রাখে।
বিক্রেতাদের মতে, খেলনাটি আধুনিক কর্মজীবী মানুষের মানসিক চাপের প্রতিচ্ছবি। যদিও সব বিক্রেতা এর সৌন্দর্য পছন্দ করছেন না। তবুও ক্রেতার চাহিদার সঙ্গে তাল মিলিয়ে উৎপাদন চলছেই। চীনা রাশিচক্রে ঘোড়ার বছরে এই খেলনাই এখন সবচেয়ে আলোচিত।
এমআই/এসএন