জামায়াতে ইসলামী এদেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলে মন্তব্য করেছেন ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী হিসেবে সদরের বালিয়া ইউনিয়নের বাঁধপাড়া কুমারপুরে নির্বাচনী সভায় এসব কথা বলেন তিনি।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আল্লাহ তায়ালা তাদেরকে কোনো দায়িত্ব দেননি। আল্লাহ তালা দায়িত্ব দিয়েছেন নবীকে। তিনি আমাদের ইসলাম প্রচার করেছেন। সেখানে তিনি পরিষ্কার করে বলেছেন ধর্মে ধর্মে বিবাদ করবা না। তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। ধর্মকে নিয়ে বাড়াবাড়ি করিও না। আজকে এই দলটি বিভিন্নভাবে বোঝাতে চায়, মানুষকে বিভ্রান্ত করতে চায়। আপনাদের কাছে কোরআন শেখানোর নাম করে এসে বলছে, দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেস্তে যাবে। এটা কি সম্ভব!’
তিনি আরও বলেন, ‘আল্লাহ তায়ালা কি বলছে কোন একটি মার্কাকে ভোট দিলে বেহেস্তে যাবে। এরা এখন এমন ভাবে কথাবার্তা বলা শুরু করেছে। এত বেশি মাথা ব্যথা করছে, আমাদের মাঝে মাঝে মনে হয় আরও কিছুদিন রাজনীতিতে থাকা উচিত। এই দলটা আমাদের স্বাধীনতার পক্ষের শক্তি ছিল না। তারা ১৯৭১ সালে পাক স্বাধীনতা বাহিনীর সঙ্গে যোগসাজশ করে আমাদের লোকজনদেরকে হত্যা করেছে। আমাদের মা-বোনদের সম্ভ্রমহানি করেছে। এই দলটা এখনও ক্ষমা চাইনি। একবার তো বলতে পারে আমরা ভুল করেছিলাম, মাফ করে দেন। ভোট চায় আবার জোর গলায় বলে তারা নাকি একমাত্র দেশটা ঠিক চালাবে।’
মির্জা ফখরুল বলেন, ‘যারা আমাদের দেশের স্বাধীনতা বিশ্বাস করে না, তারা কিভাবে দেশ চালাবে। তারা আবার আমাদের শিক্ষা দেয়, ন্যায়-অন্যায় করাপশন দুর্নীতি নিয়ে শিক্ষা দেয়।
সবচেয়ে বড় দুর্নীতি তো ১৯৭১ সালে করেছো। এদেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছো। পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষে গিয়ে সাহায্য করেছো। তারা সীমার বাইরে চলে যাচ্ছে। তাই আপনারা সঠিক সিদ্ধান্ত নেবেন। যে কোনো দল স্বাধীনতার যুদ্ধের ঘোষণা করেছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বলেই দেশ স্বাধীন হয়েছে। ১৫ বছর জুলুম সহ্য করেছে, জেলে গেছে এবং নির্যাতিত হয়েছে। চোখ হারিয়েছে পা হারিয়েছে কিন্তু মাথা নত করেনি। একটা লোকও বিএনপি থেকে সরে যায়নি।’
তিনি বলেন, ‘বিএনপি পরীক্ষিত দল। আমরা রাজপথে লড়াই করতে জানি। মানুষের অধিকারের জন্য আমরা লড়াই করেছি গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে এনেছি। আমরা লড়াই করে দাবি আদায় করেছি। কোনো মানুষের দয়া এবং দানে নয়।’
গণসংযোগে মির্জা ফখরুল ধানের শীষ মার্কার লিফলেট বিতরণসহ দেশ ও এলাকার সার্বিক উন্নয়নসহ নানা প্রতিশ্রুতি দেন ভোটারদের।
পিএ/টিএ