সম্প্রতি ভারতের প্রভাবশালী সাময়িকী ‘দ্য উইক’-কে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম বলেন, আওয়ামী লীগ থাকলে জামায়াত থাকবে, জামায়াত থাকলে আওয়ামী লীগ থাকবে।
‘দ্য উইক’-কে দেওয়া সাক্ষাৎকারে ২৭ বছর বয়সী এ ছাত্রনেতা তার পদত্যাগ ও নির্বাচনে অংশ না নেওয়ার কারণসহ বিভিন্ন বিষয় ব্যাখ্যা করেছেন।
মাহফুজ আলম বলেন, এই মুহূর্তে আমি কোনো দলে যোগ দিচ্ছি না বা নির্বাচনে লড়ছি না। কারণ আমি দেখছি যে এটি সঠিক সময় নয়। আর এনসিপি-জামায়াত জোট- এই জোটের কারণেই আমি এনসিপিতে যোগ দিচ্ছি না। এটি একটি পরিষ্কার অবস্থান। আমি জামায়াতের রাজনীতি এবং এই ধরণের আদর্শিক দ্বিমেরু রাজনীতি নিয়ে কথা বলেছি। যেমন, জামায়াত এবং আওয়ামী লীগ হলো একে অপরের ‘অল্টার ইগো’ (পরিপূরক সত্তা)। জামায়াত হলো আওয়ামী লীগের অল্টার ইগো। সুতরাং, আওয়ামী লীগ এখানে থাকলে জামায়াত থাকবে, আর জামায়াত থাকলে আওয়ামী লীগ থাকবে।
তিনি আরও বলেন, আমরা তাদের বর্তমান অবস্থায় চাই না। তারা নিজেদের পরিবর্তন করতে পারে, তারপর বাংলাদেশের মানুষের কাছে আসতে পারে।
আপনি সম্প্রতি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থেকে পদত্যাগ করেছেন। আপনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করছিলেন; সবাই আশা করেছিল আপনি এনসিপিতে যোগ দেবেন।
কেন আপনি তা করলেন না? আর এনসিপি-জামায়াত জোটের প্রতি আপনার আপত্তি ছাড়াও আর কী কী কারণে আপনি সরে দাঁড়ালেন? দ্য উইকের এমন প্রশ্নে জবাবে মাহফুজ আলম বলেন, এনসিপি-জামায়াত জোটের পুরো বিষয়টা… এটি বিভিন্ন মহলের সঙ্গে কোনো সঠিক বোঝাপড়া ছাড়াই ঘটেছে যারা সিদ্ধান্ত নিচ্ছিল। যেমন, এক সন্ধ্যায় এনসিপি নেতাদের মধ্যেও অনেকে জানতেন না যে এই ধরনের কোনো জোট হতে যাচ্ছে।
পিএ/টিএ