ঢাকায় বিমানবন্দরে একই চিত্র। ২০২২ সাফ জয়ের ছাদখোলা বাসের অপেক্ষা, ২০২৪ সাফ জয়ের পর ছাদখোলা বাসের অপেক্ষা। এবারও বিমানবন্দরের বাইরে ছাদখোলা বাসের অপেক্ষা। পার্থক্য হচ্ছে আগের দুইবার সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছিলেন বাংলাদেশের নারী ফুটবলাররা। এবার তারা ফিরলের সাফ ফুটসালে চ্যাম্পিয়ন হয়ে।
সন্ধ্যায় সাবিনা খাতুনদের নিয়ে বিমান নামল ঢাকায়। তাদেরকে বরণ করাতে বিমানবন্দরের বাইরে ছাদখোলা বাসের পায়ে রঙিন লাইটে আলোকিত করা হলো। বাসের চারপাশে অনেকেই ব্যানার নিয়ে এসেছেন। লেখা ছিল সাফ ফুটসালে বাংলাদেশের প্রথম ট্রফি। সাফের প্রথম আয়োজনে প্রথম ট্রফি জয় করে সাবিনাদের ঘরে ফেরার দৃশ্য সবাইে এ দৃশ্য সবাইকে মুগ্ধ করেছে।
বিমানবন্দরে মিষ্টি মুখের আয়োজন, গাঁদা ফুলের মালা, গোলাপ আর রজনিগন্ধার স্টিক হাতে তুলে দিলেন বাফুফের কর্তারা। অধিনায়ক সাবিনা খাতুনের আগমন ঘটল রূপালী রঙের ট্রফি ঘাড়ে। মুখে চওড়া আসি। সাবিনা খুব একটা লিপস্টিক ব্যাবহার করেন না। হালকা রঙের প্রলেপ স্পর্শ করেছেন। আগের দুইবার সাফ ফুটবল চ্যাম্পিয়ন হওয়া অধিনায়ক ছিলেন সাবিনা খাতুন। সাতক্ষীরার মেয়ে। সোনার কন্যা সাবিনা খাতুন এবার যেন হাটট্রিক চ্যাম্পিয়ন হয়ে ফিরেছেন।
সাফ ফুটসালে দেশের ইতিহাসে প্রথম ট্রফি জয়। দেশের মানুষ যখন জাতীয় নির্বাচনের পথে হাঁটছে, প্রার্থীরা ভোটারদের দুয়ারে দুয়ারে তখন নারী ফুটসাল খেলোয়াড়রা অন্যরকম আনন্দ দিয়েছেন দেশের মানুষকে। ছাদখোলা বাসে চড়ে ট্রফি উঁচিয়ে সাধারণ মানুষকে দেখিয়েছেন খেলোয়াড়রা। সাবিনা খাতুন, মাসুরা পারভিন, কৃষ্ণা রাণী সরকার, গোলরক্ষক স্বপ্না আক্তার ঝিলি, মেহেনূর, সুমি, মারজিয়া, লিপি, নীলাদের দিকে তাকিয়ে পথে পথে মানুষ হাততালি দিয়েছে। অভিনন্দন জানিয়েছে।
বিমানবন্দর থেকে ছোদখোলা বাস সোজা হাতিরঝিল এফি থিয়েটারে যায়। কয়েক ঘণ্টা কেটে যায় পথ পেরোতে। সেখানেই খেলোয়াড়দেরদের জন্য সংবর্ধনার আয়োজন করে বাফুফে। লালকার্পেটের মঞ্চে তুলে একদিকে ট্রফি অন্যদিকে খেলোয়াড়রা বসেন। বক্তব্য রাখেন অধিনায়ক সাবিনা খাতুন এবং বাফুফের সভাপতি তাবিথ আউয়াল।
এফি থিয়েটারে অনেকই এসেছিলেন। কিন্তু সেই সব দর্শক বুঝতেই পারছিলেন না ফুটসালটা কি। তারপরও একটা দেশ সাফ চ্যাম্পিয়ন হয়ে এসেছে বলে তাদের আগ্রহ এবং বাড়তি আনন্দ ছিল। ২০২৪ সাফ জয়ের পর গভীর রাতে সংবর্ধনা দেওয়া হয়েছিল। সেই রাতে যেভাবে এফি থিয়েটারে সাধারণ মানুষ উপচে পড়েছিল, এবার সেটা কমই মনে হলো। তবে চ্যাম্পিয়ন হলেও গতকাল বোনাস ঘোষণা করা হয়নি। বাফুফে হয়তো সেটি পরে বিবেচনা করবে।
এবি/টিকে