ভারতীয় গায়ক অরিজিৎ সিংয়ের প্লেব্যাক ছেড়ে দেওয়ার কারণের খানিকটা আভাস এসেছে। পাশাপাশি তার নতুন একটি পরিচয় নিয়ে সামনে আসার খবরও দিয়েছেন ঘনিষ্ঠজনরা। অরিজিৎ নতুন আরেকটি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে বলেন, একঘেয়েমি ও বিরক্তি থেকেই প্লেব্যাক থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে কি অরিজিৎ নতুন ধরনের কোনো সৃজনশীল কাজে জড়াতে চান? এমন প্রশ্ন ও কৌতূহল ঘুরপাক খাচ্ছে তার সহশিল্পী এবং ভক্তদের মধ্যে।
গায়কের ঘনিষ্ঠজনদের বরাতে বিবিসি নিউজ হিন্দি বলছে, নির্মাণে পুরোপুরি মনোযোগী হতে চান অরিজিৎ। আগামীতে একজন চলচ্চিত্র নির্মাতা হতে চান তিনি এবং সেটি কেবল ভাবনার মধ্যে নেই ইতোমধ্যে একটি হিন্দি সিনেমার কাজ শুরু করেছেন। ওই সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন অরিজিৎ সিং এবং তার স্ত্রী কোয়েল সিং যৌথভাবে। সিনেমায় তারা মূল চরিত্রে অভিনয়ের জন্য বেছে নিয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকিকে। শান্তিনিকেতনে সিনেমার দৃশ্য ধারণের কাজ চলছে।
অরিজিতের পারিবারিক বন্ধু ও মুর্শিদাবাদের বাসিন্দা অনিলাভ চট্টোপাধ্যায় বলেন, এই মুহূর্তে অরিজিৎ একটি হিন্দি ও একটি বাংলা সিনেমার কাজ নিয়ে ব্যস্ত আছেন। দুটি সিনেমারই শূটিংই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় চলছে বলেও জানিয়েছেন অনিলাভ।
পরিচালক অনুরাগ বসু অরিজিতের সিদ্ধান্তে বিস্মিত নন জানিয়ে বলেন, চলচ্চিত্র নির্মাণ সম্পর্কে অরিজিতের গভীর ধারণা রয়েছে।
এমকে/টিকে