বলিউড তারকা দম্পতি অক্ষয় কুমার ও টুইঙ্কল খন্নার একমাত্র পুত্র আরভ ভাটিয়াকে ঘিরে দুশ্চিন্তায় রয়েছেন মা টুইঙ্কল খন্না। ২৩ বছর বয়সী আরভ দীর্ঘদিন ধরেই বাবা-মায়ের সঙ্গে থাকেন না। মাত্র ১৫ বছর বয়স থেকেই তিনি দেশের বাইরে থাকছেন। ছেলের ব্যক্তিগত জীবন, বন্ধুবান্ধব এবং প্রেমজীবন নিয়েই মূলত চিন্তায় থাকেন টুইঙ্কল।
২০০২ সালের ১৫ সেপ্টেম্বর মুম্বইয়ে জন্ম আরভ ভাটিয়ার। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি তাঁর বিশেষ আগ্রহ নেই বলেই জানা যায়। বলিপাড়ার সূত্র অনুযায়ী, উচ্চশিক্ষার জন্য অল্প বয়সেই সিঙ্গাপুরে পাড়ি দেন তিনি। সেখানকার একটি কলেজ থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন করার পর ফ্যাশন নিয়ে পড়াশোনা করতে লন্ডনে চলে যান আরভ।
বাবা অক্ষয় কুমারের মতোই শরীরচর্চা ও মার্শাল আর্টের প্রতি ছোটবেলা থেকেই গভীর আগ্রহ রয়েছে তাঁর। মাত্র চার বছর বয়সে মার্শাল আর্টের প্রশিক্ষণ শুরু করেন আরভ। পরবর্তীতে দুই ধরনের ক্যারাটে প্রশিক্ষণ নিয়ে ব্ল্যাক বেল্ট অর্জন করেন। জাতীয় স্তরের জুডো প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী হওয়ার নজিরও রয়েছে তাঁর।
পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, অভিনয়ে আসার কোনও ইচ্ছা নেই আরভের। বরং ফ্যাশন জগতেই নিজের কেরিয়ার গড়ে তুলতে চান তিনি। এই সিদ্ধান্তের কথা বাবা-মাকেও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন।
তবে ছেলের স্বভাব নিয়েই সবচেয়ে বেশি চিন্তিত টুইঙ্কল খন্না। এক সাক্ষাৎকারে তিনি জানান, আরভ অত্যন্ত সাদাসিধে ও শান্ত স্বভাবের মানুষ। তাঁর আশঙ্কা, ছেলের এই ভালমানুষি স্বভাবের সুযোগ নিয়ে অনেকেই অযাচিত সুবিধা নিতে পারে। বিশেষ করে প্রেমজীবন ও বন্ধুবান্ধবের ক্ষেত্রে ছেলের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তিনি।
টুইঙ্কলের কথায়, ছোটবেলা থেকেই আরভ খুব নরম মনের ও ভদ্র। সহজেই অন্যের ওপর ভরসা করে ফেলে। সেই কারণেই তিনি ছেলেকে সব সময় সতর্ক থাকার পরামর্শ দেন। টুইঙ্কল জানান, তিনি আরভকে বারবার বলেন নিজের চারপাশে একটি স্পষ্ট সীমারেখা তৈরি করে রাখতে, যাতে কেউ তাঁর সরলতার সুযোগ নিতে না পারে।
এমকে/টিকে