প্রতিশোধের রাজনীতিকে আমরা হারাম মনে করি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বলেন, চরম দুঃসময়েও আমরা দেশ ছেড়ে যাইনি। আগামীতেও দেশের মানুষদের ছেড়ে কোথাও যাবো না।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত ৯টার দিকে কুমিল্লা নগরের ঐতিহাসিক টাউনহল মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘মিডিয়া জাতির চোখ ও বিবেক। জোর করে দেশকে অন্যায় ও চাঁদাবাজির পক্ষে দাঁড় করাবেন না।’
তিনি দাবি করেন, তাদের দল সবচেয়ে বেশি গুম ও নির্যাতনের শিকার হয়েছে, তবে ক্ষমতায় গেলে প্রতিশোধমূলক রাজনীতি করবে না।’
ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা চাঁদাবাজি করবো না, মামলা দিয়ে হয়রানি করবো না— এই কথা দিয়ে কথা রেখেছি।’
তিনি অভিযোগ করেন, ‘ফুটপাতের দোকানি থেকে শুরু করে শিল্পপতি পর্যন্ত সবার কাছ থেকে চাঁদা নেয়ার সংস্কৃতি চালু আছে, যা বন্ধ করা হবে।’
মায়েদের উদ্দেশে তিনি বলেন, ‘ভয়ভীতি দেখিয়ে তাদের ভোটাধিকার থেকে বিরত রাখা যাবে না। কেউ যদি নারীদের অসম্মান করার হুমকি দেয়, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়া হবে।’
তিনি মায়েদের ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দেশে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা হবে এবং দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
পরিবারতান্ত্রিক রাজনীতি বন্ধ করার কথাও উল্লেখ করে তিনি বলেন, ‘রাজার ছেলে রাজা হবে— এটা চলতে পারে না।’
কুমিল্লা বিভাগ বাস্তবায়নের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বিমানবন্দরসহ বিভিন্ন আঞ্চলিক সমস্যার সমাধান করা হবে।’
ইউটি/টিএ