ভালোবাসা সঙ্গে বন্ধুত্বের ৮ বছর, সুখী দাম্পত্যের আদর্শ উদাহরণ বিরাট-আনুশকা

আমজনতার কাছে তাঁরা পাওয়ার কাপল। একসঙ্গে তাঁদের দেখে ভালোবাসার মানে খুঁজে পান অনেকে। দুই সুপারস্টার নিজেদের খ্যাতি সামলেও একে অপরের পাশে সবসময়ে ঢাল হয়ে দাঁড়িয়েছেন। আট বছর ধরে সুখী দাম্পত্যের আদর্শ উদাহরণ হয়ে উঠেছেন বিরুষ্কা।


কিন্তু বর্তমান যুগে যেখানে ডিভোর্স-বিচ্ছেদ একেবারে নিত্যনৈমিত্তিক হয়ে উঠেছে, প্রায় প্রত্যেক ঘরে ঘরে বিয়ের বন্ধন ভেঙে খান খান হয়ে যাচ্ছে, তার মধ্যেও কী করে টিকে রয়েছে বিরাট কোহলি এবং আনুশকা শর্মার সুখী দাম্পত্য? কোন সিক্রেটে আজও একে অপরের ভালোবাসায় বুঁদ হয়ে রয়েছেন তারকা দম্পতি?


বিরুষ্কার সুখী সংসার থেকে অন্তত আটটি সিক্রেট শিখতে পারেন অন্য দম্পতিরা। দীর্ঘদিন ধরে হাজারো ঝড় সামলে কীভাবে সম্পর্ক টিকিয়ে রাখা যায়, একে অপরের সবচেয়ে বড় ভরসার জায়গা হয়ে ওঠে যায়-এগুলো পাঠ নেওয়া যায় বিরুষ্কার থেকে।


বিরুষ্কার বিয়ের পর কেটে গিয়েছে আট বছর। সেই দাম্পত্যের প্রধান স্তম্ভ হল গোপনীয়তা। বিয়ের আগে নিজেদের সম্পর্ক সেভাবে জাহির করে বেড়াননি। সোশাল মিডিয়ায় আজকাল অনেকেই সর্বক্ষণ সঙ্গীর ছবি, সঙ্গীর দেওয়া উপহার ইত্যাদির ছবি পোস্ট করতে থাকেন। কিন্তু বিরুষ্কার সোশাল মিডিয়ায় সেই 'মাখোমাখো' ব্যাপারটা তুলনামূলকভাবে বেশ কম।


বিরুষ্কার সোশাল মিডিয়ায় পোস্টের সংখ্যা অনেক। কিন্তু আর পাঁচটা তারকা যুগলের থেকে বেশ আলাদা তাঁদের পোস্টের ধরণ। বহু ক্ষেত্রেই দেখা যায়, অদ্ভুত অঙ্গভঙ্গি করে মজার ছবি বা ভিডিও পোস্ট করছেন বিরুষ্কা। সেই দেখে যেমন তাঁদের ভক্তদের মুখে হাসি ফোটে, তেমনই আনন্দের ছোঁয়া লাগে ফ্রেমবন্দি হওয়া বিরাট-আনুশকার মনেও।


বিরুষ্কার সম্পর্কে ফাটল ধরাতে পারত তাঁদের প্রবল ব্যস্ততা। একজন জাতীয় দলের ক্রিকেটার, অন্য়জন বলিউডের প্রতিষ্ঠিত অভিনেত্রী। কিন্তু বিয়ের পর থেকেই নিজেদের কেরিয়ারে ভারসাম্য আনার চেষ্টা করেছেন বিরুষ্কা। কখনও বিরাটের বিদেশ সফরে সঙ্গী হয়েছেন আনুশকা, কখনও বা খেলার মাঝে ছোট্ট বিরতি পেলেও স্ত্রীর সঙ্গে সময় কাটিয়েছেন বিরাট। ব্যস্ততা সামলে কীভাবে জীবনসঙ্গীকে সময় দেওয়া যায় সেটা আদর্শ উদাহরণ হয়ে উঠেছেন দু'জনে।


একে অপরের সঙ্গে যতই খুনসুটি করুন না কেন, তাঁরা দু'জনেই অপরজনকে সম্মান করেন। বিমানবন্দর, খেলার মাঠ, কোনও অনুষ্ঠান-সর্বত্রই বিরাট এবং আনুশকা একে অপরকে মর্যাদা দেন। যেকোনও সম্পর্কে এই পারস্পরিক সম্মান থাকাটা অত্যন্ত জরুরি। ভালোবাসা মানেই কাউকে অসম্মান করার অধিকার জন্মায় না। আট বছর ধরে বিরুষ্কা এই পাঠ দিয়ে আসছেন।


বৈবাহিক সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে একে অপরের বেস্ট ফ্রেন্ড হয়ে ওঠা খুবই জরুরি। বিরাট-আনুশকার খুনসুটি দেখে বোঝাই যায়, ভালোবাসার পাশাপাশি তাঁদের বন্ধুত্বও অটুট। সবসময় রোম্যান্টিক মুহূর্ত তৈরিই নয়, কখনও বন্ধুর মতো পাশে থাকলেও অনেক বেশি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটে। যেকোনও সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে এই স্বতঃস্ফূর্ত ভালোবাসা অত্যন্ত জরুরি।


প্রবল সমালোচনার মধ্যেও জীবনসঙ্গীর পাশে ঢালের মতো থাকা-বিরুষ্কার সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। বিরাটের খারাপ পারফরম্যান্সের জন্য অসংখ্যবার দায়ী করা হয়েছে আনুশকাকে। আর প্রত্যেকবারই নিজের জীবনসঙ্গীর পাশে দাঁড়িয়ে সমালোচকদের একহাত নিয়েছেন বিরাট। আবার বিরাটের কেরিয়ারের অন্ধকারতম সময়ে সোশাল মিডিয়ায় বারবার স্বামীর হয়ে পোস্ট করেছেন আনুশকা। সঙ্গী কঠিন সময়ে পাশে থাকলে সম্পর্ক আরও দৃঢ় হয়।


কেবল সমালোচনার সময়েই নয়, একে অপরের সাফল্যেও সঙ্গীর পাশে থাকাটা খুব জরুরি। মাঠে নেমে বিরাট যখন খেলেন, ট্রফি জেতেন, তখন গ্যালারিতে আনুশকাকেও দেখা যায় উচ্ছ্বসিত মুখে। মাঠে নেমে এসে বিরাটকে জড়িয়ে ধরছেন আনুশকা, সেই দৃশ্য দেখে মন ভরে যায় ক্রিকেটপ্রেমীদের। সাফল্য ভাগ করে নিয়েই দীর্ঘ আট বছর ধরে সুখে শান্তিতে সংসার করছেন বিরুষ্কা।


আলাদা মানসিকতা থাকলেও সেসব দূরত্ব মিটিয়ে সহমত হওয়াটা অত্যন্ত জরুরি। একটা সময়ে আগ্রাসনের প্রতীক হিসাবে বিরাটকে দেখত আমজনতা। ধর্মীয় আচার থেকেও শতহস্ত দূরে থাকতেন। কিন্তু বিয়ের আট বছর পর বিরাট আজ বাড়িতে পুজো করেন। ছুটে যান প্রেমানন্দ মহারাজের আশ্রমে। অন্যদিকে আনুশকা একটা সময়ে বলিউডের সেরা অভিনেত্রীদের মধ্যে অন্যতম ছিলেন। কিন্তু বর্তমানে রুপোলি পর্দায় তাঁকে দেখাই যায় না। একে অপরের জন্য বহু কিছু বদলে ফেলে সহমত হয়ে উঠলেই মিটে যায় দাম্পত্যের বহু সমস্যা।


বর্তমানে কন্যা ভামিকা এবং পুত্র অকায়কে নিয়ে লন্ডনে সংসার পেতেছেন বিরুষ্কা। সেলেব নয়, আর পাঁচটা সাধারণ মানুষের মতো জীবন কাটাবেন বলেই ভারত ছেড়েছেন। সম্পর্ক মজবুত করার ক্ষেত্রে এই সিদ্ধান্তও অতি গুরুত্বপূর্ণ। সম্পর্কে থাকলেই সেটা নিয়ে সর্বক্ষণ জনসমক্ষে জাহির করার থেকেও অনেক বেশি কার্যকর হয় একান্তে থেকে, স্রেফ নিজেদের সঙ্গে সময় কাটিয়ে দাম্পত্যকে সুখী করে তোলা। সেই পাঠও মেলে বিরুষ্কার দাম্পত্য থেকে।


কেএন/টিএ



Share this news on:

সর্বশেষ

img
এবার ভোট দিয়েই জিততে হবে, দুইনম্বরি কোনো পদ্ধতি নেই: ইসি সানাউল্লাহ Jan 31, 2026
img
‘গুন্ডা-ক্রিমিনাল’ কটাক্ষে সালমান, ‘দাবাং’ পরিচালককে আদালতের সতর্কতামূলক নির্দেশ Jan 31, 2026
img
শেখ হাসিনার পর এখন কিছু অর্বাচীন বালকদের হাত থেকেও দেশকে রক্ষা করতে হবে: মির্জা আব্বাস Jan 31, 2026
img
আসছে ঈশানের নতুন গান Jan 31, 2026
img
শুটিং করে মনে হয়েছে, আমি ঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম: সাবিলা নূর Jan 31, 2026
img
সপ্তম দিনে ধীরগতি, ‘বর্ডার ২’ এর মোট আয় কত? Jan 31, 2026
img
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন প্যাট কামিন্স Jan 31, 2026
img
আমিই ব্যালন ডি’অর প্রাপ্য ছিলাম: রাফিনহা Jan 31, 2026
img
টি-টোয়েন্টি বিশ্বকাপের নাম বদলানোর প্রস্তাব ভারতীয় ধারাভাষ্যকারের Jan 31, 2026
img
সকালবেলা উঠে আল্লাহর নাম নিয়েই চাঁদাবাজি শুরু করেন: নাসীরুদ্দীন পাটওয়ারী Jan 31, 2026
img
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছে ‘ওটিটি কন্টেন্ট’ Jan 31, 2026
img
রণবীরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে এবার মুখ খুললেন সারার বাবা-মা Jan 31, 2026
img
‘হোম অ্যালোন’ অভিনেত্রীকে হারিয়ে কাঁদছে হলিউড Jan 31, 2026
img
গিনেসের পাতায় ধুরন্ধর! অক্ষয় খান্নার নাচে বিশ্বজয় বাহারিনের র‍্যাপারের Jan 31, 2026
img
এমি জয়ী কমেডি অভিনেত্রী ক্যাথরিন ও’হারা আর নেই Jan 31, 2026
img
মেয়েকে আড়ালে রাখার কারণ জানালেন রানি Jan 31, 2026
img
তুমি তেজস্বী ও শক্তিশালী’- রানিকে মর্দানি বলে সম্বোধন শাহরুখের Jan 31, 2026
img
১১ দলীয় জোট ক্ষমতায় গেলে জুলাই গণহত্যা-হাদি হত্যার বিচার নিশ্চিত করা হবে: নাহিদ ইসলাম Jan 31, 2026
img
নির্বাচনে কোনো ধরনের মারণাস্ত্র ব্যবহার করবে না বি‌জি‌বি Jan 31, 2026
img
দেশের বহু মানুষ যাকাত দেন না, তাদের ঈমান নেই: ধর্ম উপদেষ্টা Jan 31, 2026