শুটিং করে মনে হয়েছে, আমি ঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম: সাবিলা নূর

‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্রের শুটিং শেষ। এখন মুক্তির অপেক্ষা। এই ছবিতে গুরুত্বপূর্ন চরিত্রে অভিনয় করেছেন সাবিলা নূর। শুটিং শেষে এখন অন্য কাজে মনোযোগ দিয়েছেন। এই ছবিতে কাজ করার সিদ্ধান্তটা যথার্থ ছিল বলেই মনে করেন তিনি।

সাবিলা নূর এ প্রসঙ্গে বললেন,‘‘ হুমায়ূন স্যারের উপন্যাসের ‘চিত্রা’ চরিত্রের প্রস্তাব পাই খুবই ভালো লেগেছিল। গত জুলাইয়ের দিকে আমার সঙ্গে যখন তানিম ভাইয়ার প্রথম আলাপ হয়েছিল তখনই মনে হয়েছিল এই প্রজেক্টে থাকাটা আমার জন্য রাইট চয়েজ হবে। শুটিং করে মনে হয়েছে, আমি সিদ্ধান্তটা ঠিক নিয়েছিলাম।
 
শুটিং প্রসঙ্গে সাবিলা বলেন,  ‘প্রায় ২০দিনের মতো শুটিং করেছি। এখন ডাবিং বাকি। এই টিমের সঙ্গে প্রথমবার কাজ করলাম। তারা সবকিছু গুছিয়ে কাজ করেছেন। প্রতিদিন যেভাবে প্ল্যান ছিল, সেভাবে গুছিয়ে কাজ হয়েছে। খুবই ভালো অভিজ্ঞতা।’

এই সিনেমার শুটিং এর কারণে অনেকদিন স্বাভাবিক জীবনযাপনে ছিলেন না। তাই অনেকটাই ওজন বেড়েছে। এ প্রসঙ্গে  সাবিলা বলেন,  ‘‘এই সিনেমার শুটিংয়ের কারণে অনেকদিন জিম করা হয়নি।



আবার জিম রুটিনে ব্যাক করছি। সামনে ‘গোলাম মামুন’ ওটিটির কাজ রয়েছে। গল্পটা হাতে পেয়েছি। আমার চরিত্রে আরও বেশি টুইস্ট ও লেয়ার রয়েছে। এজন্য আমাকে কিছুটা ওজন বাড়াতে হবে। এই কাজের প্রস্তুতিতে যাচ্ছি। চিত্রাকে দর্শক একভাবে দেখবে, আবার ‘গোলাম মামুন’-এ রাহীকে যেন দর্শক নতুনভাবে দেখতে পারে, সেই চেষ্টা করছি।’’
 
এই সিনেমার দর্শক কারা হবে- এমন প্রশ্নের জবাবে সাবিলা নূর বলেন, ‘শুরুতে তানিম নূর ভাইয়া বলেছিলেন কমার্শিয়াল সিনেমা বানাতে চান। এটা কিন্তু আর্ট ফিল্ম না। এখানে রোম্যান্স, কমেডি, ট্রাজেডি সব রয়েছে। যেগুলো দর্শকরা আকৃষ্ট হয়ে সিনেমা হলে আসে। কিন্তু প্রথাগতভাবে নাচ-গানের ব্যাপার নেই। তবে যে গল্প রয়েছে সেটা এখানে অন্যতম বড় শক্তি। হুমায়ূন আহমেদের স্যারের ভক্তদের পাশাপাশি যারা ‘উৎসব’ দেখেছেন তারাও নিশ্চয়ই এই সিনেমা দেখবেন। সবকিছু মিলিয়ে আমি মনে করি এই সিনেমার পটেনশিয়াল আছে।’
 
ব্যাচেলর পয়েন্টে অভিনয় করতেন। সিনেমার নায়িকা হওয়ার পর তাকে নতুন সিজনে আর দেখা যাচ্ছে। এই ধারাবাহিককেও দারুণ মিস করেন। সাবিলা নূর বললেন, ‘‘ব্যাচেলর পয়েন্ট ভীষণ মিস করি। অমি ভাইয়া যখন ‘সিজন ৫’ শুরু করেন, তখনই ‘তাণ্ডব’ শুরু হয়। যেহেতু প্রথমবার বাণিজ্যিকভাবে এত বড় প্রজেক্টে সুযোগ আসে তাই মনোযোগটা আর ডাইভার্ট করতে চাইনি। অনেকের হয়তো কমপ্লেইন থাকতে পারে, স্ক্রিনটাইম কম! কিন্তু আমার দিক থেকে শতভাগ চেষ্টা করেছি। তাণ্ডবে আমাদের মেগাস্টার শাকিব খান ভাইয়া ছিলেন। এ কারণে আমার পূর্ণ মনোযোগ ‘তাণ্ডব’ ঘিরে ছিল। ‘ব্যাচেলর পয়েন্ট’ এই সিজন খুব ভালো হচ্ছে।’’

এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ভেনেজুয়েলায় সব রাজনৈতিক বন্দিদের সাধারণ ক্ষমা করলেন প্রেসিডেন্ট রদ্রিগেজ Jan 31, 2026
img
শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্বাচনী প্রচারণায় ব্যবহারের অভিযোগে বিএনপি জোটের প্রার্থীকে জরিমানা Jan 31, 2026
img
বিএনপির পাশে থাকার আহ্বান তারেক রহমানের Jan 31, 2026
img
শাকিবকে নিয়ে ভালোবাসা দিবসের কোনো স্মৃতি নেই : অপু বিশ্বাস Jan 31, 2026
img

নোয়াখালী-১

নির্বাচন বিধি লঙ্ঘন করে বিএনপি প্রার্থীর রঙিন লিফলেট বিতরণ Jan 31, 2026
img
এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া উৎসব ভাতা নিয়ে সুখবর Jan 31, 2026
img

কুমিল্লায় নাহিদ ইসলাম

১১ দলীয় জোট ক্ষমতায় গেলে জুলাই গণহত্যা-হাদি হত্যার বিচার নিশ্চিত করা হবে Jan 31, 2026
img
কিউবায় জরুরি অবস্থা ঘোষণা Jan 31, 2026
img
দল থেকে বহিষ্কার ছাত্রদলের ৪ নেতা Jan 31, 2026
img
ব্যক্তি পর্যায়ে জাকাত আদায় করায় এর গুরুত্ব অনেক কমে যায় : ধর্ম উপদেষ্টা Jan 31, 2026
img
চাঁদাবাজির অভিযোগ প্রত্যাহারের দাবিতে সর্বমিত্র চাকমার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ Jan 31, 2026
img
অষ্ট্রেলিয়ার ছোট্ট শহর ‘লিকোলা’, বিক্রি হবে মাত্র পাঁচজনের এই শহর Jan 31, 2026
img
গুম মৃত্যুর চেয়েও ভয়াবহ : বিচারপতি মঈনুল Jan 31, 2026
ইরানের সামরিক ভাণ্ডার কেন আতঙ্কিত করছে পেন্টাগনকে? Jan 31, 2026
img
বিশ্বকাপের জার্সি উন্মোচন অনুষ্ঠান স্থগিত করল পাকিস্তান Jan 31, 2026
img
লাতিন আমেরিকায় চীনের ‘টুঁটি’ চেপে ধরতে চায় যুক্তরাষ্ট্র Jan 31, 2026
img
৫৪ বছর তিনটি দল দেশটাকে লুটেপুটে খেয়েছে : গোলাম পরওয়ার Jan 31, 2026
img
বিশ্বকাপে খেলার প্রস্তাব দিয়ে উগান্ডার পোস্ট- ‘পাসপোর্ট গরম’ Jan 31, 2026
img
চিত্রনাট্য না লিখেই জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘শ্রেষ্ঠ চিত্রনাট্যকার’ নিয়ামুল মুক্তা! Jan 31, 2026
img
ডা. তাহের মুসলিম বিশ্বের তরুণদের আইডল: সাদিক কায়েম Jan 31, 2026