কাপড়ে ববলিনের সমস্যা ও সমাধান

পোশাক শিল্পে ‘ববলিন’ বা ‘পিল’ (গুটি) হলো কাপড়ের উপর সুতার তৈরি ছোট গোলাকৃতির বল। আবার ‘ববলিন’ বলতে গোলাকৃতির বল বা গুটি তৈরির প্রক্রিয়াকেও বোঝায়।

‘ববলিন’ কাপড়ের সৌন্দর্য নষ্ট করে। মূলত ববলিন কাপড় ধোয়া ও পরার ফলে তৈরি হয়। আর ঘর্ষণের ফলে গুটিগুলো গোল বান্ডিলে পরিণত হয়ে কাপড়ের উপরিভাগে লেগে থাকে।

ববলিনের কাজকে ফাজ (মিহি গুড়া) তৈরি, জট পাকানো, বৃদ্ধি এবং ক্ষয় এই চার স্থরে ভাগ করা হয়। কাপড়ের যে অংশে বেশি ঘর্ষণ লাগে সেখানেই ববলিন তৈরি হয়। যেমন- কলার, হাতের আস্তিন, ট্রাউজারের ঊরুদেশ ও পিছনের অংশে।

কেন ববলিন তৈরি হয়:

সব কাপড়ে ববলিন হলেও লিনেন এবং সিল্কের কাপড়ে বেশি তৈরি হয়। কাপড়ের অভ্যন্তরীণ আঁশ এবং উৎপাদন প্রক্রিয়ার ধরন, কাপড়ের ভৌত বৈশিষ্ট্য, কাপড় পরিধানকারীর ব্যক্তিগত অভ্যাস এবং পরিবেশের কারণে ববলিন তৈরি হয়। যেমন- পশম, সুতি (তুলা), নাইলন এবং অ্যাক্রাইলিক কাপড়ে ববলিন দেখা যায়।

তবে পশমের কাপড়ে তৈরি হওয়া ববলিনগুলো নমনীয় হয়। যেগুলো সময়ের সাথে সাথে দ্রুত দূর হয়। অন্যদিকে কৃত্রিম সুতার কাপড়ে ববলিন অনমনীয়। ফলে সহজে কাপড় থেকে ঝরে না।

সাধারণত লম্বা কাপড় কম ববলিন তৈরি করে। কারণ এ ধরনের কাপড়ে সুতার প্রান্ত সীমা ছোট কাপড়ের থেকে কম থাকায় এগুলো সহজে সরে আসতে পারে না এবং ঢিল হয় না।

যেসব কাপড়ের সুতাগুলো ঢিল থাকে সেগুলোরই ববলিন তৈরির প্রবণতা বেশি। এছাড়া ওভেন কাপড়ের তুলনায় নিটেড কাপড়ে সুতার পারষ্পরিক দূরত্ব বেশি থাকায় ববলিন বেশি তৈরি হয়।

ববলিন (গুটি) প্রতিরোধের উপায়:

ববলিন বা গুটি প্রতিরোধে পোশাক শিল্পে ব্যবহৃত কৌশলগুলোর একটি হচ্ছে ‘সিনজিং’, যেখানে কাপড়ের উপরে ঢিল হয়ে থাকা সূতাগুলোকে বিশেষ প্রক্রিয়ায় পোড়ানো হয়।

আরেকটি কৌশল হলো- ‘স্পিনিং’, যা কাপড়ের প্রতি ইঞ্চিতে সর্বোচ্চ সংখ্যক সুতা বোঁনা হয়।

আবার ববলিন তৈরির প্রবণতা হ্রাস করতে কখনো উৎপাদন প্রক্রিয়ায় রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়। আবার কখনো কাপড়ে ফাজ (মিহি গুড়া) তৈরি প্রতিরোধ করতে পলিমারিক কোটিং (আস্তরণ) দেয়া হয়। পলিস্টার এবং সুতিকাপড়ের স্বাভাবিক দৃঢ়তা কিছুটা হ্রাস করা হয়। এটা সহজেই কাপড়ে তৈরি হওয়া ববলিন সরিয়ে দেয়। আবার কখনো প্রক্রিয়াকরণের সময় সুতির কাপড়ের উপর ‘সেলুলোজ এনজাইম’ পদ্ধতি প্রয়োগ করা হয়।

টেক্সটাইল কর্তৃপক্ষ বলেন, একজন ব্যবহারকারী ‘কেমিক্যাল সয়েল রিলিজ’ পদ্বতি প্রয়োগ করে ববলিন দূর করতে পারেন। এ পদ্বতিতে কাপড় ধোয়ার পূর্বে এর ভেতরের দিক বাইরে নিয়ে আসতে হয়। এছাড়া ডিটারজেন্টও ববলিন প্রতিরোধ করতে পারে।

ববলিন তৈরির প্রভাব:
ববলিন কাপড়কে পাতলা করে ফেলে এবং গর্ত তৈরি করে। একটি কাপড়ের টেকসই গ্রহণযোগ্যতার ক্ষেত্রে বড় মানদণ্ড হলো ববলিন। তাই এটি শিল্প গবেষণার একটি গুরত্বপূর্ণ বিষয়। পোশাক-শিল্পে ববলিন ৫টি প্যারামিটারে মূল্যায়ন করা হয়- ববলিনের সংখ্যা, ববলিন তৈরির সাধারণ অঞ্চল, সর্বমোট অঞ্চল, পার্থক্য এবং ঘনত্ব।

ইন্টারনেট অবলম্বনে লিখেছেন এনামুল হক। 

Share this news on:

সর্বশেষ

img
ভার্জিনিয়ার লেফটেন্যান্ট গভর্নর পদে জয় ভারতীয় বংশোদ্ভূত মুসলিম হাশমির Nov 06, 2025
img
বড় বাজেটের ভিড়ে ‘দ্য তাজ স্টোরি'র বাজিমাত Nov 06, 2025
img
রোহিত শর্মা ও বিরাট কোহলি ‘ভারতের রোনালদো-মেসি' : রশিদ লতিফ Nov 06, 2025
img
অ্যাশেজে অস্ট্রেলিয়ার দল নিয়ে সমালোচনা সাবেক অজি অধিনায়ক স্টিভ ওয়াহর Nov 06, 2025
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Nov 06, 2025
নিউইয়র্কে নতুন ইতিহাস, জেন-জি ফার্স্ট লেডি রামা দুওয়াজি Nov 06, 2025
সিলেট-৫ আসনে ৩০ বছরের মধ্যে প্রার্থী নেই বিএনপির Nov 06, 2025
মনোনয়ন চাপে বিএনপি, বদল হতে পারে প্রার্থী তালিকা Nov 06, 2025
রাষ্ট্র সংস্কারের জায়গায় ফেল হলে চুপ থাকবো না: এসএম ফরহাদ Nov 06, 2025
আইনি নোটিশের পরও সমাধান হয়নি, মামলা দায়ের Nov 06, 2025
জন্মদিনের পোস্টে মেয়েকে শাসন করলেন শাহরুখ Nov 06, 2025
শাকিবের নেতৃত্বে ঢাকা ক্যাপিটালস এবারও হট ফেভারিট Nov 06, 2025
img
তারুণ্য নির্ভর ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়তে চাই : জামায়াত আমির Nov 06, 2025
img

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

হলান্ড ও ফোডেনের দুর্দান্ত গোল, ডর্টমুন্ডকে ৪-১ গোলে উড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি Nov 06, 2025
img

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

ব্রুজের মাঠে কোনোমতে হার এড়াল বার্সেলোনা Nov 06, 2025
img
আজারবাইজানি ক্লাবের সাথে ড্র করে পয়েন্ট হারাল চেলসি Nov 06, 2025
img
বিএনপিতে যোগ দিয়েছেন রেজা কিবরিয়া Nov 06, 2025
img
রিয়ালের বিপক্ষে ট্যাকলে শতভাগ সফল ছিলেন ব্র্যাডলি! Nov 06, 2025
img
নিরাশা আছে, কিন্তু আমি নিরাশার প্রচারক হবো না, বললেন সংগীতশিল্পী সায়ান Nov 06, 2025
দীপিকা থাকলে ভালোবাসা তো হতেই হবে, বললেন শাহরুখ খান Nov 06, 2025