খাদ্যাভ্যাসে চিনি বাদ দেওয়ার চার উপায়

স্বাস্থ্যসম্মত খাদ্যতালিকা অনুযায়ী, গড়ে একজন পুরুষের দৈনিক ৯ চা চামচ, একজন নারীর দৈনিক ৬ চা চামচ এবং একজন শিশুর দৈনিত ৩ চা চামচ চিনি রাখা উচিত। তবে মার্কিন নাগরিকরা গড়ে দৈনিক ১৭ চা চামচ চিনি খেয়ে থাকে। তবে সচেতনতার স্বার্থে জেনে রাখা উচিত, খাদ্যতালিকায় মাত্রাতিরিক্ত চিনি থাকলে বিভিন্ন ধরনের রোগ এবং স্বাস্থ্যসংক্রান্ত জটিলতায় ভোগার ঝুঁকি থাকে। এগুলোর মধ্যে স্থূলতা, টাইপ-২ ডায়াবেটিস, হৃদরোগ উল্লেখযোগ্য।

তবে প্রাকৃতিকভাবে খাদ্যতালিকায় থাকা চিনির ক্ষেত্রে (যেমন ফলের মধ্যে থাকা চিনি) এ ধরনের কোনো ঝুঁকি নেই। বরং প্রাকৃতিকভাবে পাওয়া চিনি হলো সুষম খাদ্যতালিকার অবিচ্ছেদ্য অংশ। তাই দৈনন্দিন খাদ্যতালিকা থেকে এটি বাদ দেওয়া উচিত না।
তবে সোডা, কেক এবং অধিকাংশ প্রক্রিয়াজাত খাবারের মধ্যে থাকা চিনি শরীরের জন্য ক্ষতিকর। তাই দৈনন্দিন খাদ্যতালিকা থেকে অতিরিক্ত চিনি বাদ দেওয়া অত্যাবশ্যকীয়। চারটি উপায়ে পরিবারের দৈনন্দিন খাদ্যতালিকা থেকে চিনিজাতীয় খাবার বাদ দেওয়া সম্ভব-

১। স্বাস্থ্যের জন্য বড় প্রতিবন্ধকতা জেনেও আমরা সহজে মিষ্টিজাতীয় খাবার ত্যাগ করতে পারি না। এর পেছনে অন্যতম কারণ হলো চিনি আমাদের মস্তিষ্কের একটি বিশেষ অংশকে উদ্দীপ্ত করে যা আমাদের মধ্যে মানসিক প্রশান্তি সৃষ্টি করে। মস্তিষ্কের ওই অংশ উদ্দীপ্ত হলে সেটি আমাদের ক্ষুধা এবং খাবারের প্রতি আসক্তি বাড়িয়ে তোলে। বড়দের ক্ষেত্রে সম্ভব হলেও শিশুদের দৈনন্দিন খাদ্যতালিকা থেকে চিনি বাদ দেওয়া বেশ কঠিন। চিনির ওপর নির্ভরতার কারণে শিশুরা এতটাই প্রভাবিত যে আচমকা খাদ্যতালিকা থেকে মিষ্টিজাতীয় খাবার বাদ দিলে তাতে হিতে বিপরীত হতে পারে। তাই হুট করেই খাদ্যতালিকা থেকে চিনি বাদ দিয়ে দেওয়া উচিত না। বরং দৈনন্দিন খাদ্যতালিকা থেকে ধীরে ধীরে চিনিজাতীয় খাবার বাদ দেওয়া তুলনামূলক ভালো। প্রথমদিকে কিছুটা চ্যালেঞ্জিং মনে হলেও ধীরে ধীরে পরিবারের সবাই চিনিবিহীন সুষম খাদ্যতালিকায় অভ্যস্ত হয়ে উঠবে।

২। সুস্বাস্থ্যের জন্য চিনি বড় অন্তরায় হলেও এটিকে ক্ষতিকর বলে বিবেচনা করা যাবে না। দৈনন্দিন জীবনে পরিমাণমত চিনি খাওয়ার মধ্যে দোষের কিছু নেই। তাই খাদ্যতালিকা থেকে চিনিকে পুরোপুরি বাদ দেওয়ার চেয়ে সেটিকে স্বাস্থ্যকর খাবার দিয়ে প্রতিস্থাপন করা উত্তম। যেমন- আপনার সন্তান যদি ফলের রস পছন্দ করে, তাহলে তাকে স্বাভাবিক পরিমাণের অর্ধেক ফলের রস দিন এবং বাকি অর্ধেক পানি দিয়ে পাতলা করে দিন। এতে ফলের রসের স্বাদ আগের মতো মিষ্টি থাকলেও বাড়তি চিনির প্রভাবমুক্ত থাকবে। সকালের নাস্তায় যদি শিশুরা চিনিযুক্ত সিরিয়াল পছন্দ করে তাহলে সেটির বিকল্প হিসেবে পুষ্টিকর এবং সাধারণ খাবার রাখুন।

৩। অভিভাবকরা হয়ত এই অভিজ্ঞতার মধ্য দিয়ে অনেকবারই গিয়েছেন। সন্তানদের যদি চিনিজাতীয় খাবারের পরিবর্তে ভালো কিছু দেওয়ার প্রতিশ্রুতি দিতে পারেন, তাহলে তাদের রাজি করানো তুলমামূলক সহজ। আইস ললি কিংবা চকোলেট বিস্কুট শিশুদের খুবই প্রিয় খাবার। এগুলোর পরিবর্তে রক ক্লাইম্বিং বা আইস স্কেটিং- এর মতো মজাদার এবং আনন্দিত রাইড উপহার হিসেবে দিতে পারলে শিশুরা সহজেই চিনি ব্যতিত খাদ্যতালিকার সঙ্গে মানিয়ে নিয়ে অভ্যস্ত হয়ে উঠবে।

৪।খাদ্যতালিকায় চিনিজাতীয় খাবার ধীরে ধীরে বাদ দেওয়া হলে পরিবারের সদস্যরা একসময়ে নিজেরাই শারীরিক এবং মানসিক সুস্থতার বিষয়টি বুঝতে পারবে। রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাওয়া, বাড়তি ওজন আর প্রদাহ কমে যাওয়া, মানসিক উৎফুল্লতা এবং সর্বোপরি শারীরিক সুস্থতা- সবই চিনিজাতীয় খাবারের ওপর নির্ভরশীলতা কমে যাওয়ার বৈজ্ঞানিক সুফল। তাই পরিবারের দৈনন্দিন খাদ্যতালিকা থেকে অতিমাত্রায় চিনিজাতীয় খাবার বাদ দেওয়ার উপকারিতা সবাই জানাতে ভুলবেন না।

Share this news on:

সর্বশেষ

img
আজ ইসিতে স্মারকলিপি দেবে জামায়াতসহ ৮ রাজনৈতিক দল Oct 30, 2025
img
রাজধানীতে কিশোর গ্যাংয়ের আটক ১০ সদস্য Oct 30, 2025
img
চট্টগ্রামে বর্জ্য থেকেই তৈরি হবে জ্বালানী Oct 30, 2025
img
টাঙ্গাইলের ৪ জন বাদ পড়ল জুলাই যোদ্ধার তালিকা থেকে Oct 30, 2025
img
ভাত ফ্রিজে রাখা কি স্বাস্থ্যকর? Oct 30, 2025
img
ইমাম ও খতিব হচ্ছেন সমাজের জ্ঞানী-প্রজ্ঞাবান মানুষ : এ্যানি Oct 30, 2025
img
সেনা অভিযানে খাগড়াছড়িতে ৪ হাজার ঘনফুট অবৈধ কাঠ উদ্ধার Oct 30, 2025
img
স্বর্ণ কিনবেন? জেনে নিন দেশে কত দামে বিক্রি হচ্ছে আজ Oct 30, 2025
img
যুক্তরাষ্ট্রের সরকার শাটডাউন তুলতে টানা ১৩তম বারের মতো ব্যর্থ হলো মার্কিন সিনেট Oct 30, 2025
সাংস্কৃতিক সংগঠন 'মিনার' এর আয়োজিত সীরাত মাহফিলে চাকসু ভিপির বক্তব্য Oct 30, 2025
img
সাইফ হাসানের জন্মদিন আজ Oct 30, 2025
img
যুক্তরাজ্যে অভিবাসন প্রত্যাশীদের পুরনো সামরিক ব্যারাকে রাখার পরিকল্পনা Oct 30, 2025
এইচএসসিতে দেশসেরা! পেয়েছেন ঢাবিতে চান্স! তবুও চাকরির জন্য ঘুরছেন পথে! Oct 30, 2025
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Oct 30, 2025
মেট্রো পিলারের বিয়ারিং প্যাডে সিসি ক্যামেরা! Oct 30, 2025
img
তালেবান সরকারকে পাক প্রতিরক্ষামন্ত্রীর কড়া বার্তা Oct 30, 2025
সুষ্ঠু গণভোট অনুষ্ঠানের বাধা বিএনপি-জামায়াত, দাবি পাটওয়ারীর Oct 30, 2025
আওয়ামী লীগ ছাড়ছেন শেখ হাসিনা তবে ক্ষমা চাইবেন না Oct 30, 2025
যে জাতি শিক্ষককে অবহেলা করে, সে নিজেই নিজের ভবিষ্যৎ ধ্বংস করে Oct 30, 2025
আওয়ামী লীগের নেতৃত্বে পরিবারের কেউ আর নাও থাকতে পারেন : শেখ হাসিনা Oct 30, 2025