শিশুর গলায় ফলের বীজ আটকে গেলে করণীয়

শিশুদের একটি স্বাভাবিক অভ্যাস তারা দুই থেকে ৩ মাসের পর যা সামনে পায় তাই মুখে দেয়। ফলে অনেক সময় বড় দুর্ঘটনার শিকার হয় শিশুরা। শ্বাসনালিতে হঠাৎ ফলের বীজ বা কোনো বস্তু আটকে গিয়ে বড় দুর্ঘটনায় শিশুর মৃত্যু পর্যন্ত হতে পারে। বিশেষ করে মৌসুমি ফলের সময় এরকম দুর্ঘটনা বেশি ঘটে। স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. ফারাহ দোলা একটি সংবাদ মাধ্যমে এই বিষয়ে করণীয় নিয়ে পরামর্শ দিয়েছেন।

যেকোনো বয়সেই গলায় কিছু আটকে সমস্যার সৃষ্টি করতে পারে। কিন্তু শিশুদের ক্ষেত্রে এমনটা ঘটার শঙ্কা বেশি। শিশুদের যেসব জিনিস গলায় বেশি আটকায় সেগুলোর মধ্যে আছে বাদাম, বিভিন্ন ফলের বীজ, শুকনা ফল, খাবার বা খেলনার ভাঙা অংশ, ছোট ব্যাটারি, বোতাম, গয়না, পুঁতি, পিন, কাগজের ক্লিপ, ট্যাপ, পেরেক, মার্বেল ইত্যাদি। এখন গ্রীষ্মকাল। বাজারে আম, জাম, লিচু, কাঁঠালের সমারোহ। লোভনীয় রসালো এসব ফলে ফল আছে ছোট বীজ। প্রতিবছরই দেখা যায়, এ সময় গলায় বীজ আটকে অনেক শিশু দুর্ঘটনায় পড়ে। অনেক বাবা–মা শিশুকে নিয়ে হাসপাতালে আসেন। তাই কিছুটা সাবধান থাকলে এই দুর্ঘটনা কমানো সম্ভব।

সাধারণত গলায় কিছু আটকে গেলে কফ রিফ্লেক্সের মাধ্যমে মানুষ সেটা বের করে দেয়ার চেষ্টা করে। কিন্তু শিশুদের ক্ষেত্রে এই রিফ্লেক্সগুলো পরিণত থাকে না। যার কারণে তারা গলায় আটকে থাকা ফলের বীজ সহজে বের করে দিতে পারে না। শ্বাসনালির মুখে খাবার বা ফলের বীজ আটকে গেলে ফুসফুসে অক্সিজেন চলাচল বিঘ্নিত হয়। এজন্য শরীরে অক্সিজেন সরবরাহ কমে যায়। কখনো কখনো সম্পূর্ণ বন্ধও হয়ে যেতে পারে। হৃদ্‌যন্ত্র ও মস্তিষ্কে অক্সিজেনের অভাব দেখা দিলে শিশুর দীর্ঘমেয়াদি ক্ষতি হতে পারে।

শিশুর গলায় কোনো ফলের বীজ আটকে গেলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিতে হবে। ৭-১২ মিনিটের মধ্যে চিকিৎসা শুরু করতে না পারলে শিশুকে বাঁচানো কঠিন হয়ে যেতে পারে। শ্বাসনালিতে কিছু আটকে গেলে শিশুর শ্বাসকষ্ট, কাশি, বমি বমি ভাব, কথা বলতে কষ্ট হওয়া, এমনকি শিশু নীল হয়ে যেতে পারে।

করণীয়

১. শিশুর গলায় খাবার বা বীজ আটকালে তাৎক্ষণিকভাবে পেছন থেকে জড়িয়ে দুই হাত দিয়ে পেটের ওপরের দিকে জোরে জোরে চাপ দিন, এতে আটকে যাওয়া বস্তু বা খাবার দ্রুত বের হয়ে আসতে পারে।

২. খুব ছোট শিশু হলে তাকে কোলে নিয়ে হাতের ওপর উপুড় করে পিঠে চাপড় দিতে হবে। এই পদ্ধতিকে বলে ‘হেইমলিচ ম্যানোভার’। এতেও আটকে থাকা ফলের বীজ বের হয়ে যেতে পারে।

৩. কখনোই পানি বা গলায় হাত দিয়ে বীজ বের করার চেষ্টা করা উচিত নয়। দ্রুত অ্যাম্বুলেন্স ডেকে নিকটস্থ হাসপাতালে নিতে হবে। বীজ বের না হওয়া বা হাসপাতালে চিকিৎসা না শুরু হওয়া পর্যন্ত ‘হেইমলিচ ম্যানোভার’ চালিয়ে যেতে হবে। খেয়াল রাখতে হবে, শিশু অজ্ঞান বা নিস্তেজ হয়ে যাচ্ছে কি না, হৃদপিণ্ড কাজ করা বন্ধ করে দিচ্ছে কি না।

৪. এসব ক্ষেত্রে দ্রুত সিপিআর শুরু করতে পারলে শিশুর জীবন বাঁচানোর ক্ষেত্রে ভালো ভূমিকা রাখতে পারে।

৫. স্কুল, কলেজ, রেস্তোরাঁ, পাড়ার ক্লাব মেম্বার আর অ্যাম্বুলেন্সের কর্মীদের সিপিআর প্রশিক্ষণ থাকলে বিভিন্ন ক্ষেত্রে সেটা জীবন বাঁচাতে পারে।

শিশুর গলায় যাতে ফলের বীজ আটকে না যায়, তাই বীজ বাদ দিয়ে ফল খেতে দেয়া যেতে পারে। বড়দের তত্ত্বাবধানে খেতে দেওয়াই ভালো। অন্যদিক ফল খেয়ে বীজ যেখানে–সেখানে বীজ ফেলা থেকে বিরত থাকতে হবে। দুর্ঘটনা ঘটলে আতঙ্কিত না হয়ে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিতে হবে অথবা চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

Share this news on:

সর্বশেষ

img
রাকসুর গ্যাজেট প্রকাশ হবে আজ, শপথ গ্রহণ ২৬ অক্টোবর Oct 22, 2025
img
যুক্তরাষ্ট্রের আইআরআই প্রতিনিধি দলের সঙ্গে এনসিপির বৈঠক Oct 22, 2025
img
ড্রাইভিং লাইসেন্স পেতে ৬০ ঘণ্টার প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হচ্ছে Oct 22, 2025
কুমিল্লা সিটি করপোরেশনের ময়লার ভাগাড়ের দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন Oct 22, 2025
সেনা কর্মকর্তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের Oct 22, 2025
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক জামায়াত ও এনসিপির Oct 22, 2025
সেনা কর্মকর্তাদের কারাগারে প্রেরণ বিষয়ে ব্যারিস্টার আরমান Oct 22, 2025
img
তানজিন তিশাকে নারী উদ্যোক্তার লিগ্যাল নোটিশ Oct 22, 2025
img
সালমানের মৃত্যৃর পর আমার অনেক ক্ষতি হয়েছে : ডন Oct 22, 2025
img
‘পাকিস্তানের সঙ্গে কোনও যুদ্ধ নয়’ : ট্রাম্প-মোদির ফোনালাপে বার্তা Oct 22, 2025
img

কোচ সালাউদ্দিনকে তার পুরোনো বক্তব্য স্মরণ করিয়ে

সাবেক পারফরম্যান্স অ্যানালিস্ট মহসিন শেখের ফেসবুক পোস্ট Oct 22, 2025
img
জিটুজি চুক্তির মাধ্যমে পরিশোধিত জ্বালানি তেল আমদানি করবে সরকার Oct 22, 2025
img
আমরা ফ্যাসিস্ট তাড়িয়েছি চাঁদাবাজদের দেখার জন্য নয় : তানিয়া রব Oct 22, 2025
img
ভারতে রাষ্ট্রপতির হেলিকপ্টার নামতেই দেবে গেল হেলিপ্যাড, চাকা টেনে তুলল পুলিশ-দমকল! Oct 22, 2025
img
৩ দেশ থেকে এক লাখ মেট্রিক টন সার কিনবে সরকার Oct 22, 2025
img
রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই : জাহেদ উর রহমান Oct 22, 2025
img
মোদি মহান ব্যক্তি এবং আমার ভালো বন্ধু : ট্রাম্প Oct 22, 2025
img
বিচার প্রক্রিয়ার প্রতি সেনাবাহিনীর শ্রদ্ধাবোধ প্রশংসার দাবিদার : আইন উপদেষ্টা Oct 22, 2025
img
জায়েদ খানকে আমি হিংসা করি : জয় Oct 22, 2025
img
ভারতীয় পণ্য আমদানির ওপর মার্কিন শুল্ক কমে ১৫-১৬ শতাংশ হচ্ছে Oct 22, 2025