ঝাল ও মসলাযুক্ত খাবার থেকে কি আলসার হয়, যা বলছেন চিকিৎসক

ঝাল ও মসলাযুক্ত খাবার প্রায় সবারই পছন্দের। এসব খাবার মুখরোচক হওয়ায় ছোট থেকে বড়, সবার আগ্রহও থাকে বেশি। এ জন্য প্রতিদিনই কোনো এক বেলায় কিংবা বাসা-বাড়ির বাইরে একবার হলেও এ ধরনের খাবার খাওয়া হয়। কিন্তু পছন্দের এ খাবার খাওয়া নিয়েই আবার প্রশ্নের মুখে পড়তে হয়।

এমন অনেকেই আছেন যারা বলে থাকেন, নিয়মিত ঝাল ও মসলাদার খাবার খেলে শরীরের বিভিন্ন ধরনের সমস্যা হয়। এমনকি আলসারের মতো অসুখও হয়ে থাকে। ফলে খাদ্যপ্রেমিকরা ভয় পেয়ে যান। কিন্তু আসলেই কি ঝাল ও মসলাদার খাবার পেটে আলসার তৈরির কারণ? সম্প্রতি এ ব্যাপারে ভারতীয় একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন কলকাতা শহরের বিশিষ্ট মেডিসিন চিকিৎসক ডা. আশিস মিত্র। এবার তাহলে এ সম্পর্কে জেনে নেয়া যাক।

স্টমাক আলসার কী: পাকস্থলী বা ডিওডিনামের ভেতরের লাইনিং অনেক সময় ক্ষয় হয়। পরবর্তীতে সেই অংশে ঘা হয়। এই সমস্যাকেই স্টমাক আলসার বলা হয়। কেউ একবার এই ধরনের সমস্যায় জর্জরিত হলে খাবার খাওয়ার পর পেট জ্বালা-পোড়া বা ব্যথা হয় তার। দীর্ঘসময় পেট ভার হয়েও থাকে। এ জন্য এই ধরনের সমস্যা থাকলে কালক্ষেপণ না করে চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত।

ঝাল-মসলাযুক্ত খাবার থেকে কী আলসার হয়: অধিক পরিমাণে ঝাল ও মসলাদার খাবার খাওয়ার ফলে স্টমাক আলসার হওয়ার আশঙ্কা থাকে। এ জাতীয় খাবার পাকস্থলীতে অ্যাসিডের ক্ষরণ বাড়িয়ে দেয়। ফলে দীর্ঘদিন যদি পাকস্থলীত অধিক পরিমাণে অ্যাসিড হয়, তাহলে ছোট ছোট ক্ষত হতে পারে। এ সমস্যাকেই বলা হয় স্টমাক আলসার। এ জন্য ঝাল ও মসলাজাতীয় খাবার কম খাওয়ার কথা বলা হয়। এছাড়া হ্যালিকোব্যাকটর পাইলোরি নামক ব্যাকটেরিয়া সংক্রমণ থেকেও আলসার হয়ে থাকে।

রোগ নির্ণয়: রোগীর লক্ষণ দেখেই অসুখ সম্পর্কে প্রাথমিক ধারণা পেয়ে থাকেন চিকিৎসকরা। এরপরও নিশ্চিত হওয়ার জন্য জিআই এন্ডোস্কোপি টেস্ট এবং বায়োপসি দেয়া হয়। ফলে রোগটা প্রকাশ্যে আসে। এমনকি আলসারের পেছনে এইচ. পাইলোরি ব্যাকটেরিয়া থাকলে সেটিও জানা যায়। তারপর সমস্যা অনুযায়ী চিকিৎসা দিয়ে থাকেন চিকিৎসকরা। এ জন্য স্টমাক আলসারের লক্ষণ মনে হলে চিকিৎসকের কাছে যাওয়ার কথা বলা হয়।

চিকিৎসা: অ্যাসিডজনিত কারণে আলসার হলে অ্যান্ডাসিডজাতীয় ওষুধ দেয়া হয়ে থাকে। পাশাপাশি হালকা খাবার খাওয়ার পরামর্শ দেয়া হয় রোগীকে। কিন্তু এতে যদি উপকার না পাওয়া যায়, তাহলে প্রথমেই টেস্টের মাধ্যমে ব্যাকটেরিয়ার উপস্তিতি সম্পর্কে জানা যায়, তাহলে অ্যান্টিবায়োটিকের কোর্স করতে হয়। এতে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেন রোগী।

রোগপ্রতিরোধ: এ ধরনের অসুখে ঝাল, মসলাদার খাবার খাওয়া যাবে না। বাইরের খাবার যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে। ধূমপান ও মদ্যপান করা যাবে না। বাসা-বাড়িতে তৈরি হালকা খাবার খেতে হবে এবং খাদ্যতালিকায় অবশ্যই শাক-সবজি ও ফল রাখতে হবে।

Share this news on:

সর্বশেষ

img
কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রদলের পদবঞ্চিতদের কাফন মিছিল Oct 21, 2025
img
৮৫০ কোটি ডলারের চুক্তি স্বাক্ষর যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়ার Oct 21, 2025
img
দেবরের কারণেই ‘বেটা’ থেকে সরে যান শ্রীদেবী Oct 21, 2025
img
সঞ্জয়ের ৩০ হাজার কোটি সম্পত্তি নিয়ে কারিশ্মার আইনি লড়াই তুঙ্গে Oct 21, 2025
img
সারা দেশে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭৪৮ জন Oct 21, 2025
img
অক্টোবরের ২০ দিনে রেমিট্যান্স এলো ১৭৮ কোটি ডলার Oct 21, 2025
img
গোলাম পরওয়ারের বক্তব্যের প্রতিক্রিয়া জানাল এনসিপি Oct 21, 2025
img
আগামীকাল শুরু হচ্ছে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্বাচনি প্রশিক্ষণ Oct 21, 2025
img
ট্রাম্পের সঙ্গে দেখা করতে ওয়াশিংটন যাচ্ছেন সৌদি যুবরাজ Oct 21, 2025
img
যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম গত চার বছরের মধ্যে সর্বনিম্ন Oct 21, 2025
img
ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে সুপার ওভারে ১ রানে হারলো বাংলাদেশ Oct 21, 2025
img
বিএনপির সময়ে ৫ ভাইসহ জেলে গিয়েছিলাম : চরমোনাই পীর Oct 21, 2025
img
বিমানবন্দরের আগুন ফ্যাসিস্ট হাসিনার নাশকতার অংশ: আমান Oct 21, 2025
img
'মহা জাদু'র তালে মঞ্চ মাতালেন তানজিন তিশা Oct 21, 2025
img
এনসিপির জন্য অন্য দলের নিবন্ধন আটকে রেখেছে ইসি: মৌলিক বাংলা সভাপতি Oct 21, 2025
img
নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে আইআরআই Oct 21, 2025
img
বিশ্ববাজারে সোনা ও রুপার দাম ৩ শতাংশের বেশি কমেছে Oct 21, 2025
img
আলোচিত সেই নীল ছবির তারকাযুগল রিমান্ডে Oct 21, 2025
img
পাকিস্তানের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে চায় সরকার : তৌহিদ হোসেন Oct 21, 2025
img
আইআরআই প্রতিনিধির সঙ্গে গণঅধিকার পরিষদের সাক্ষাৎ Oct 21, 2025