ভূমিহীন কৃষকদের জন্য স্বপ্নধরার উদ্যোগে শুরু হয়েছে প্লট ফার্মিং

বাংলাদেশি রিয়েল এস্টেট কোম্পানি স্বপ্নধরার উদ্যোগে শুরু হয়েছে প্লট ফার্মিং। এই অভিনব উদ্যোগের ফলে ভূমিহীন কৃষক পাবে চাষ করার জমি। অন্যদিকে শহরের মানুষ পাবে নিজের জমিতে উৎপাদিত ফসল। স্বপ্নধরার এই উদ্যোগের মাধ্যমে ব্যবহার করা হবে রিয়েল এস্টেট কোম্পানির ফেলে রাখা জমি। সেই সঙ্গে উপকৃত হবে দেশের ভূমিহীন কৃষক। 

প্রতি বছরই বাড়ছে বাংলাদেশের জনসংখ্যা। মাথা পিছু জমির পরিমাণ বিশ্বে সর্বনিম্ন, মাত্র ০.২৫ একর। ছোট্ট এই দেশে বাড়তি মানুষের জন্য তৈরি হচ্ছে নতুন নতুন বাড়ি। ফলে কমে আসছে আবাদি জমির পরিমাণ। একই কারণে কমে আসছে ফসলের উৎপাদন। আর তাই কৃষকের জীবিকাও আজ হুমকির মুখে। অন্য কাজের খোঁজে কৃষক চলে আসছে শহরে। ফলে আবারও বাড়ছে শহরের জনসংখ্যা। আর তাই অনাবাদী জমির পরিমাণ কমিয়ে আনা এখন সবচেয়ে জরুরি।

এই কাজটাই করার উদ্যোগ নিয়েছে স্বপ্নধরা। তাদের হাউজিং প্রোজেক্টে আছে প্লট হিসেবে বিক্রি হওয়া অব্যবহৃত জমি। স্বপ্নধরার উদ্যোগে এই পড়ে থাকা জমিতেই ভূমিহীন কৃষক চাষ করছে ফসল। প্লটের জমিকেই উৎপাদনশীল কৃষি জমিতে পরিণত করা হয়েছে। এই উদ্যোগের ফলে ভূমিহীন কৃষকদের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে, বাড়ছে দেশের উৎপাদন। পড়ে থাকা প্লটকে কাজে লাগানোর এই অভিনব উদ্যোগের নামই ‘প্লট ফার্মিং’।

স্বপ্নধরার পক্ষ থেকে ক্রিয়েটিভ এজেন্সি ‘পপ ফাইভ’ ২০২৪ সালের নভেম্বর মাসে প্লট ফার্মিং উদ্যোগটি শুরু করে। এজন্য প্রথমে নিবন্ধিত প্লটের মালিকদের সম্মতি নেয়া হয়। এরপর তাদের সম্মতিক্রমে বিশেষজ্ঞের পরামর্শ ও তত্ত্বাবধানে ভূমিহীন কৃষকরা এখানে চাষাবাদ শুরু করেন। এসময় প্লটগুলোতে শুরু হয় শীতকালীন ফসল উৎপাদন, যা ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। 
বাংলাদেশে বহু শতাব্দী ধরে চলে আসা "বর্গা চাষী" ব্যবস্থা থেকে অনুপ্রাণিত এই প্লট ফার্মিং। প্লটগুলোতে উৎপাদিত ফসল জমির মালিক এবং কৃষকদের মধ্যে সমানভাবে ভাগ করা হয়। যার মাধ্যমে কৃষক ও প্লট মালিক উভয়ই লাভবান হচ্ছে। প্লট ফার্মিং প্রচলিত বর্গা চাষী প্রথাকে আধুনিকভাবে পুনর্বিবেচনা করে রিয়েল এস্টেট বিনিয়োগ এবং কৃষির মধ্যে একটি মেলবন্ধন তৈরি করেছে। 

অব্যবহৃত জমিগুলিকে আবাদি জমিতে রূপান্তরিত করে প্লট ফার্মিং প্রমাণ করছে যে শহরায়ন এবং কৃষি একে অপরের পাশাপাশি এগিয়ে যেতে পারে। এই উদ্যোগটি একদিকে কৃষকদের স্বাবলম্বী করছে, অপরদিকে উদ্ভাবনী চিন্তাধারায় অব্যবহৃত জমিকে করছে একাধিক মানুষের জন্য লাভজনক ও টেকসই আয়ের উৎস। 
দেশের রিয়েল এস্টেট কোম্পানিগুলা দীর্ঘ দিন ধরে প্লট বানিয়ে বিক্রি করছে। আর সেখানে প্লট কিনে বছরের পর বছর জমি ফেলে রাখছে মানুষ। তাই অন্যরাও যদি এই উদ্যোগে এগিয়ে আসে তাহলে কোনো জমিই আর অনাবাদী থাকবে না, এমনটাই মনে করে স্বপ্নধরা কতৃপক্ষ।

টিএ/

Share this news on:

সর্বশেষ

img
৯৫ দিনে কোটিপতির ঘরে অপূর্ব-মেহজাবিন Nov 12, 2025
img
শেখ হাসিনার কাছে থাকা বিপুল টাকা দিয়েই পিআর সাক্ষাৎকার প্রচার হচ্ছে: প্রেস সচিব Nov 12, 2025
img
এই জীবনে একটাই সুখ, ভালোবাসা এবং ভালোবাসা পাওয়া : অরিজিৎ সিং Nov 12, 2025
img
তারেক রহমান নভেম্বরের শেষ দিকে দেশে ফিরছেন: সালাহউদ্দিন Nov 12, 2025
img
কাজের প্রতি নিষ্ঠাই নায়িকার আসল পরিচয় : কোয়েল Nov 12, 2025
img
প্রেস সচিব শফিকুল আলমের বক্তব্যের প্রতিবাদ জানাল প্রেস ক্লাব অব ইন্ডিয়া Nov 12, 2025
img
নিখোঁজের ২ দিন পর বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা উদ্ধার Nov 12, 2025
পিরোজপুরে জেলা প্রশাসককে বহাল রাখার দাবিতে মানববন্ধন Nov 12, 2025
জামায়াত ভোটে ভয় পাচ্ছে: মির্জা ফখরুল Nov 12, 2025
“আমি যুদ্ধ পছন্দ করি, বিশৃঙ্খলা নয়” Nov 12, 2025
জুলাই ভিত্তিক আইনি সনদ চাই, তারপর জাতীয় নির্বাচন চাই:চরমোনাই পীর Nov 12, 2025
img
সম্পর্ককে গুরুত্ব দিতে অনুপম খেরের পরামর্শ Nov 12, 2025
পরবর্তী যুদ্ধের প্রস্তুতিতে ২৪ ঘণ্টাই ব্যস্ত ইরানি মিসাইল কারাখানা Nov 12, 2025
img
জটিলতা থামছেই না তারেক রহমানের দেশে ফেরা নিয়ে Nov 12, 2025
দিনে বিএনপির বিরোধিতা করে রাতে নেতাদের বাসায় ধর্না দেয় Nov 12, 2025
৬০ ফুট উঁচু কলাগাছ, জায়ান্ট হাইল্যান্ড ব্যানানার বিস্ময় Nov 12, 2025
হামজা আশায় আমাদের দল আপ হয়েছে : রাকিব হোসেন Nov 11, 2025
সামাজিকমাধ্যমে নিজের বিয়ের কথা প্রকাশ করেছেন রশিদ খান Nov 11, 2025
img
৪৯তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে ৬৬৮ জন নির্বাচিত Nov 11, 2025
ভাইরাল স্ক্রিনশটে বিভ্রান্তি, সালমানের মন্তব্য ভুয়া Nov 11, 2025