হাজার হাজার কোটি টাকা পাচার করেছে বেক্সিমকো

বাংলাদেশের অন্যতম বৃহৎ ব্যবসায়িক গ্রুপ ‘বেক্সিমকো গ্রুপ’ এর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, বিভিন্ন ব্যাংক থেকে অবৈধভাবে হাজার হাজার কোটি টাকা আত্মসাতের। অনিয়ম, দুর্নীতি, প্রতারণা এবং জালিয়াতির মাধ্যমে ব্যাংকিং নিয়মাবলী ভেঙে এই অর্থ হাতিয়ে নেয় প্রতিষ্ঠানটি।

তাদের বিরুদ্ধে আরও অভিযোগ, তারা বিভিন্ন অস্তিত্বহীন প্রতিষ্ঠানের ঋণের অর্থ নিজেদের অ্যাকাউন্টে ঢুকিয়েছে। এমনকি কর ও শুল্ক ফাঁকি দিতে তারা নানা কৌশল অবলম্বন করেছে এবং আমদানি-রপ্তানি বাণিজ্যের আড়ালে অর্থ পাচার করেছে।

গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট - বিএফআইইউ এই গ্রুপের বিরুদ্ধে অর্থ পাচার এবং দুর্নীতির ব্যাপারে প্রমাণ পেয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে দুদক, সিআইডি এবং এনবিআর একযোগে অনুসন্ধান ও তদন্ত শুরু করেছে। এই তদন্তের তত্ত্বাবধানে কাজ করছে বিএফআইইউ।

বিএফআইইউ জানিয়েছে, সালমান এফ রহমান এর নেতৃত্বে পরিচালিত বেক্সিমকো গ্রুপ ব্যাংকিং নিয়মভঙ্গের মাধ্যমে একাধিক ব্যাংক থেকে কোটি কোটি টাকা ঋণ নিয়েছে, যা গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে লেনদেনের মাধ্যমে হোথিয়ে নেওয়া হয়েছে। একইসঙ্গে আইএফআইসি ব্যাংক এর চেয়ারম্যান থাকাকালে, সালমান এফ রহমান ও তার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলি ব্যতিক্রমী উপায়ে টাকা আত্মসাৎ করেছে।

এমন পরিস্থিতিতে, সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ আইন ও বিধিমালা মেনে তদন্ত চলছে, এবং সব তথ্যের গোপনীয়তা রক্ষার জন্য তদন্ত দলকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে, আদালতে অভিযোগপত্র দাখিলের সময় তাদের সংস্থার অনুমোদন নিতে হবে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। ১৪ আগস্ট ঢাকার সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয়। পরে ১ সেপ্টেম্বর বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ পাচারের বিষয়টি অনুসন্ধান শুরু করে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। ২২ আগস্ট সালমান এফ রহমানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎসহ বিদেশে টাকা পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক।

শেখ হাসিনা সরকারের পরিবারসহ মোট ১০টি বিতর্কিত শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে, যার মধ্যে বেক্সিমকো গ্রুপ অন্যতম। এসব গ্রুপের মালিক এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে এবং তাদের লেনদেনের ওপর গভীরভাবে নজর রাখা হচ্ছে। গোয়েন্দা সংস্থাগুলো ইতোমধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, কানাডা এবং সংযুক্ত আরব আমিরাত-এ তাদের সম্পদ নিয়ে তদন্ত শুরু করেছে। বর্তমানে, একাধিক যৌথ তদন্ত দল এই অনিয়মের বিরুদ্ধে সমন্বিতভাবে কাজ করছে, যাতে দেশের অর্থনীতি রক্ষা এবং আন্তর্জাতিক পর্যায়ে অর্থ ফেরত আনা সম্ভব হয়।

টিএ/

Share this news on:

সর্বশেষ

img
৯৫ দিনে কোটিপতির ঘরে অপূর্ব-মেহজাবিন Nov 12, 2025
img
শেখ হাসিনার কাছে থাকা বিপুল টাকা দিয়েই পিআর সাক্ষাৎকার প্রচার হচ্ছে: প্রেস সচিব Nov 12, 2025
img
এই জীবনে একটাই সুখ, ভালোবাসা এবং ভালোবাসা পাওয়া : অরিজিৎ সিং Nov 12, 2025
img
তারেক রহমান নভেম্বরের শেষ দিকে দেশে ফিরছেন: সালাহউদ্দিন Nov 12, 2025
img
কাজের প্রতি নিষ্ঠাই নায়িকার আসল পরিচয় : কোয়েল Nov 12, 2025
img
প্রেস সচিব শফিকুল আলমের বক্তব্যের প্রতিবাদ জানাল প্রেস ক্লাব অব ইন্ডিয়া Nov 12, 2025
img
নিখোঁজের ২ দিন পর বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা উদ্ধার Nov 12, 2025
পিরোজপুরে জেলা প্রশাসককে বহাল রাখার দাবিতে মানববন্ধন Nov 12, 2025
জামায়াত ভোটে ভয় পাচ্ছে: মির্জা ফখরুল Nov 12, 2025
“আমি যুদ্ধ পছন্দ করি, বিশৃঙ্খলা নয়” Nov 12, 2025
জুলাই ভিত্তিক আইনি সনদ চাই, তারপর জাতীয় নির্বাচন চাই:চরমোনাই পীর Nov 12, 2025
img
সম্পর্ককে গুরুত্ব দিতে অনুপম খেরের পরামর্শ Nov 12, 2025
পরবর্তী যুদ্ধের প্রস্তুতিতে ২৪ ঘণ্টাই ব্যস্ত ইরানি মিসাইল কারাখানা Nov 12, 2025
img
জটিলতা থামছেই না তারেক রহমানের দেশে ফেরা নিয়ে Nov 12, 2025
দিনে বিএনপির বিরোধিতা করে রাতে নেতাদের বাসায় ধর্না দেয় Nov 12, 2025
৬০ ফুট উঁচু কলাগাছ, জায়ান্ট হাইল্যান্ড ব্যানানার বিস্ময় Nov 12, 2025
হামজা আশায় আমাদের দল আপ হয়েছে : রাকিব হোসেন Nov 11, 2025
সামাজিকমাধ্যমে নিজের বিয়ের কথা প্রকাশ করেছেন রশিদ খান Nov 11, 2025
img
৪৯তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে ৬৬৮ জন নির্বাচিত Nov 11, 2025
ভাইরাল স্ক্রিনশটে বিভ্রান্তি, সালমানের মন্তব্য ভুয়া Nov 11, 2025